শীতের আগমনী বার্তা বাতাসে। ঠিক তখনই এই নভেম্বরে কাল বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। যার প্রভাব পড়ল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচেও। নভেম্বরের বেরসিক বৃষ্টিতে বুধবার পন্ড হয়ে গেল খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্সের ম্যাচ।
অনেকটা সময় অপেক্ষা করেও কাজ হল না। বৈরী আবহাওয়ায় পরিত্যক্ত হয় ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসই করা যায়নি। কাট অফ সময় ছিল বিকাল ৩টা ৫৫ মিনিটে। তারও ২০ মিনিট আগে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল।
এবারের বিপিএলে এই প্রথম কোনো ম্যাচ পরিত্যক্ত হয়েছে। হোম অব ক্রিকেটে সকাল থেকেই ঢাকা ছিল মাঝের উইকেট। বেলা ১২টার পর দুই দল কিছুটা সময় ওয়ার্মআপও করলেও পরে ড্রেসিং রুমে চলে যান। সারাদিন ধরেই আকাশ মেঘে ঢেকে আছে। এরপর শেষ হাসি হাসল বৈরি আবহাওয়া। জয় তাদেরই।
এই বিপিএলে ছয় ম্যাচে সিলেটের পয়েন্ট ৭। ৫ ম্যাচে খুলনার পয়েন্ট ৫।
Discussion about this post