ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আর তারকাদের ফেরাতে বেশ কৌশলী পথে হাটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এইতো কিছুদিন আগে হল শ্রীলঙ্কার সঙ্গে সরফরাজ আহমেদদের টি-টুয়েন্টি লড়াই। লাহোরে সেই ম্যাচটি বেশ নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে। এবার অন্য দেশের ক্রিকেটারদের আস্থা ফিরিয়ে আনতে চাইছে পিসিবি। চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী বছরের আসরে ফাইনালটি অনুষ্ঠিত হতে পারে করাচিতে। বাকী টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
ফাইনালে উঠলে সেই ম্যাচ খেলতে করাচিতে যেতে হতে পারে বাংলাদেশের ক্রিকেটারদেরও। পিএসএলের আগামী আসরে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ আর মুস্তাফিজুর রহমান। রোববার প্লেয়ার্স ড্রাফটে লাহোর কালান্দার্স কিনেছে বাঁহাতি কাটার মাস্টারকে। অন্য তিনজন আগের বারই খেলেছেন পিএসএলে।
করাচিতে আগামী আসরের ফাইনাল হতে পারে। এটা হলে টানা দ্বিতীয় বছরের মত পিএসএলের ফাইনাল হবে পাকিস্তানে। নাজাম শেঠি জানান, ‘করাচিতে এটা আয়োজনের জন্য প্রতিশ্রুতি রয়েছে। এনিয়ে কাজ করে যাচ্ছি আমরা। দেখা যাক কী হয়!’
পিএসএলের আগের আগে পেশোয়ার জালমির হয়ে খেলেন সাকিব-তামিম। কিন্তু নিলামের আগে দলটি তামিমকে ছেড়ে দেয়। শেষ পর্যন্ত আবারও তাদের দলে নিল পেশোয়ার। মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে লাহোর কালান্দার।
Discussion about this post