অপেক্ষার প্রহর শেষে রেকর্ড গড়া হয়ে গেল সাকিব আল হাসানের। ঢাকায় ফিরেই প্রথম দিন সিলেটের বিপক্ষে ম্যাচে মাঠে নেমে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক ব্যাট হাতে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। মাত্র ৫ রান দুরে থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হয়েছিলেন তিনি। মিরপুরে শেরেবাংলায় প্রতিপক্ষের নাসিরের বল পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে হাজার রানের মাইলফলক পেরিয়ে যান সাকিব।
বিপিএলে চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে এক হাজার রান পূর্ণ করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এর আগে এ রেকর্ডবুকে নাম লিখিয়েছেন মুশফিকুর রহীম (১১৯৪), মাহমুদউল্লাহ রিয়াদ (১১১৯) আর তামিম ইকবাল (১০২৬)।
একটা দিক থেকে অবশ্য সবার চেয়ে এগিয়ে সাকিব। বিপিএলে হাজার রান ও ৫০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার তিনি। ব্যাট হাতে হাজার রান শনিবার পূরণ করলেও চতুর্থ আসরেই ৫০ উইকেট পূর্ণ করে ফেলেন সাকিব। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডও এই স্পিনারের।
Discussion about this post