দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচেও অসহায় আত্মসমর্পনই করলেন বাংলাদেশের বোলাররা। ডেভিড মিলারের টর্নেডো বইয়ে দেয়া শতরানে রান পাহাড়ে প্রোটিয়ারা। রীতিমতো রেকর্ড গড়লেন এই ব্যাটসম্যান। খেললেন টি-টুয়েন্টির সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। স্বদেশি রিচার্ড লেভির ৪৫ বলে সেঞ্চুরির রেকর্ডকে পেছনে ফেলে উঠে আসেন শীর্ষে। তুলে নেন ৩৫ বলেই সেঞ্চুরি। ৭টি চারের পাশে তার ঝড় তোলা ইনিংসে ৯টি ছক্কার সমাহার!
অথচ মিলার উইকেটে যান দশম ওভারে। রোববার পচেফস্ট্রমে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে সাজঘরে ফিরতে পারতেন শূন্য রানে। তারপর আউট হতে পারতেন ২ আর ১৮ রানে। কিন্তু মুশফিকুর রহীমদের বদন্যতায় পেয়ে গেলেন শতরান। প্রথমে ফিফটি করলেন ২৩ বলে।
এর আগে হাশিম আমলার ব্যাট থেকে আসে ৫১বলে ৮৫ রান। সব মিলিয়ে প্রোটিয়ারা ২০ ওভারে ৪ উইকেটে তুলে ২২৪ রানের পাহাড়সম সংগ্রহ। শুরুর ১০ ওভারে স্বাগতিকদের রান ছিল ৩ উইকেটে ৭৮। পরের ৫ ওভারে উঠেছে ৫৬ রান। শেষ ৫ ওভারে ৯০ রান।
দলের একমাত্র সফল বোলার অধিনায়ক সাকিব আল হাসান। ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট। অন্য বোলাররা বাকী ১৬ ওভারে দেন ২০১ রান!
Discussion about this post