ফুটবলের দলবদলে সর্বোচ্চ ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে নাম লেখালেন গ্যারাথ বেল। রেকর্ড ৮৬ মিলিয়ন পাউন্ডে টটেনহ্যাম হটস্পার থেকে ওই স্প্যানিশ জায়ান্ট ক্লাবে নাম লেখালেন ২৪ বছর বয়সী এ ফুটবলার। হত প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচ খেলে ২১ গোল করেছেন বেল। ওয়েলসের এ ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির মেয়াদ ৬ বছর। রোববার রাতে রিয়ালের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, ’গ্যারেথ বেলের দলবদল নিয়ে রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যাম সমঝোতায় পৌঁছেছে। তিনি আগামী ৬ বছর ক্লাবের সঙ্গে যুক্ত থাকবেন।’
দলবদলে আগের বিশ্বরেকর্ডটি ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়ালে নাম লেখান এ পর্তুগিজ তারকা ফুটবলার।
সবচেয়ে দামি ৫ চুক্তি
খেলোয়াড়                    ক্লাব পরিমাণ (মিলিয়ন পাউন্ড)       সাল
গ্যারেথ বেল                  রিয়াল মাদ্রিদ    ৮৬              ২০১৩
ক্রিশ্চিয়ানো রোনালদো        রিয়াল মাদ্রিদ    ৮০              ২০০৯
কাকা                          এসি মিলান      ৫৬              ২০০৯
জিনেদিন জিদান               রিয়াল মাদ্রিদ    ৫৩              ২০০১
লুইস ফিগো                    রিয়াল মাদ্রিদ    ৩৭             ২০০০
 
			 
                                









Discussion about this post