ক্যারিয়ারের সেরা সময়টা তাহলে কী হারিয়েই ফেলেছেন তিনি। কিছুতেই ছন্দ খুঁজে পাচ্ছেন না মুস্তাফিজুর রহমান। ইনজুরিতে ৬ মাস ছিলেন মাঠের বাইরে। তারপর ফিরে অনেকটাই সাদামাটা বোলার হয়ে গেছেন কাটার মাস্টার। অথচ এর আগে প্রতিপক্ষের জন্য আতঙ্কের অন্যনাম হয়েই ছিলেন তিনি। এরপর বেশ কয়েকটি সিরিজ খেলে ফেললেও দ্য ফিজকে ঠিক চেনা যাচ্ছে না। বলা হচ্ছিল দক্ষিণ আফ্রিকার উইকেটে হয়তো তার পেস বেল কাজে দেবে। কিন্তু টেস্ট সিরিজে সেই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হয়নি।
এবার ওয়ানডে মিশন। সবাই প্রত্যাশা করছেন খোলস ছেড়ে বেরিয়ে এসে নিজের সেরাটা দেবেন তিনি। কাটিয়ে উঠবেন ব্যর্থতার দীর্ঘ পথ। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের ১ম টেস্টের ১ম ইনিংসে ২৭ ওভারে ৯৮ রান খরচ করে মাত্র ১ উইকেট পেয়েছিলেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে ১১ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন। সিরিজের ২য় টেস্টে পেসারদের মধ্যে একমাত্র মুস্তাফিজ উইকেট পাননি।
এবার ৫০ ওভারের ক্রিকেট। মুস্তাফিজের প্রিয় ফরম্যাট। ২০১৫ সালের ১৮ জুন ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অভিষেকেই ৫ উইকেট নিয়ে ঝড় তুলেন তিনি। তারপর অনেকটা সময় মসৃন গতিতে এগিয়েছেন। পাশের দেশ ভারতে আইপিএলে হয়েছেন সেরা উদীয়মান ক্রিকেটার। তার কাটারে আগুন ঝরেছে। ১৫ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জয়ে রাখেন বড় ভূমিকা।
মুস্তাফিজ ওয়ানডেতে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে ১৯.৮০ গড়ে নিয়েছেন ৪৪ উইকেট। এবার কেমন করবেন তিনি? তিনি কি তার সেরা অস্ত্র কাটার হারিয়ে ফেলেছেন? এমন নানা প্রশ্ন এখণ ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। সেই প্রশ্নের জবাব দিতে হয়তো তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নিজেকে মেলে ধরতে পারেন তিনি। যার প্রথমটি শুরু হচ্ছে ১৫ অক্টোবর।
ওয়ানডে সিরিজ-
প্রথম ওয়ানডেঃ ১৫ অক্টোবর।
দ্বিতীয় ওয়ানডেঃ ১৮ অক্টোবর।
তৃতীয় ওয়ানডেঃ ২২ অক্টোবর।
Discussion about this post