প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগেই সুখবরটা মিলল। ইনজুরির ধাক্কা অনেকটাই সামলে উঠেছেন তামিম ইকবাল। অনুশীলনে ফিরেছেন তিনি। এমন কী ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার খেলা নিয়েও সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিক একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে দল। তার আগেই জানা গেল জাতীয় দলের তারকা ওপেনার মাঠে নামতে মুখিয়ে আছেন।
দলের সঙ্গে ম্যানেজার হিসেবে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলছিলেন, তামিম এখন সুস্থবোধ করছে। সে নেটে ব্যাটিং অনুশীলন করেছে। এর আগে পায়ের পেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ তার। এ চোট নিয়েও প্রথম টেস্টে মাঠে নেমেছিলেন দেশসেরা এই ওপেনার। তবে ম্যাচে ফিল্ডিং করার সময় আবার সেখানেই ব্যথা পান এই বাঁ-হাতি উদ্বোধনী ব্যাটসম্যান। তারপর দ্বিতীয় টেস্টে তাকে ছাড়াই খেলেছে দল। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল চার সপ্তাহের বিশ্রামের কথা।কিন্তু তার আগেই ফিরে আসতে প্রস্তুত তামিম।
টিম ম্যানেজমেন্ট এরইমধ্যে জানিয়েছে, ১০ থেকে ১২ দিন ভালোমত বিশ্রাম নিলে হয়তো ওয়ানডে সিরিজ খেলতে পারবেন তামিম। নেটে ব্যাটিং করেছেন তিনি। তারপর ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও ফিজিও থিহান চন্দ্রমোহনের সঙ্গে জগিং করছেন তামিম।
ওয়ানডে সিরিজ-
প্রস্তুতি ম্যাচঃ ১২ অক্টোবর, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা একাদশ।
প্রথম ওয়ানডেঃ ১৫ অক্টোবর।
দ্বিতীয় ওয়ানডেঃ ১৮ অক্টোবর।
তৃতীয় ওয়ানডেঃ ২২ অক্টোবর।
Discussion about this post