তাকে মুলত টেস্ট স্পেশালিষ্ট হিসেবেই ধরা হয়। এ কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে তাকে না দেখে বিস্মিত হননি কেউ। ওয়ানডে দলে অনেক দিন ধরেই উপেক্ষিত মুমিনুল হক। কিন্তু এবার নাটকীয়ভাবে দলে জায়গা হল এই ব্যাটসম্যানের। দুপুরে ঘোষিত দলে না থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষিত দলে ঠিকই দেখা গেল তাকে। মুমিনুলকে অন্তর্ভুক্ততে দলের সদস্য সংখ্যা দাঁড়াল ১৬ জনে।
ব্যাটসম্যান মুমিনুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ সালের বিশ্বকাপে। মুলত তামিম ইকবাল ইনজুরিতে পড়ায় প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে দলে রাখা হল তাকে। সন্ধ্যায় বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে ২৬ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যানকে দলে নেয়ার কথা জানায়। এবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভাল খেলেছেন তিনি। ক্যারিয়ার সেরা ১৫২ দুর্দান্ত ইনিংস এসেছে এবার।
দলে আছেন নাসির হোসেনও। এ বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে ওয়ানডেতে খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না। গত বছর দেশের মাটিতে বিশ্বকাপে তৃতীয় হওয়া অনূর্ধ্ব-১৯ দলের সদস্য সাইফ উদ্দিনকে নেয়া হয়েছে দলে।ওয়ানডে অভিষেকের অপেক্ষায় এই অলরাউন্ডার।
আগামী ১২ অক্টোবর ব্লুমফন্টেইনে প্রোটিয়াদের আমন্ত্রিত একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফির দল। ১৫ অক্টোবর ডায়মন্ড ওভালে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর বোলান্ড পার্কে। আর ২২ অক্টোবর বাফেলো পার্কে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের ওয়ানডে দল-
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুমিনুল হক।
Discussion about this post