জাতীয় দলের বাইরে খুব বেশি দিন থাকতে হল না নাসির হোসেনের। ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন অলরাউন্ডার নাসির হোসেন। ৯ অক্টোবর মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের সঙ্গী হবেন তিনি। সিরিজে নিজেকে প্রস্তুত করতে লড়াই শুরু করে দিয়েছেন নাসির। গত সোমবার জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শেষ না হতেই হাজির মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে। অফিসিয়ালি কিছু জানা না গেলেও সুত্র বলছে দলে থাকবেন নাসির।
মঙ্গলবার জিমে ফিটনেস নিয়ে কাজ করছেন নাসির। মাশরাফিও জিমে ঘাম ঝরিয়েছেন। সাকিব আছেন ছুটিতে। গত মে মাসে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন নাসির। তবে গত জুনে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ছিলেন না।
দক্ষিণ আফ্রিকা পৌঁছে ১২ অক্টোবর ব্লুমফন্টেইনে প্রোটিয়াদের আমন্ত্রিত একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফিরা। ১৫ অক্টোবর ডায়মন্ড ওভালে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর বোলান্ড পার্কে। আর ২২ অক্টোবর বাফেলো পার্কে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।
ওয়ানডে সিরিজ শেষে ২৬ অক্টোবর দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি হবে ম্যাংগুয়াং ওভালে।
সূচি
অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন
অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি
অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল
অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন
অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন
অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম
Discussion about this post