পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষেও বাংলাদেশের বিপক্ষে ড্রাইভিং সিটে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে জয়ের সম্ভাবনা তো আগেই শেষ। ড্র করতে হলে সোমবার পুরোটা দিন ব্যাট করতে হবে টাইগারদের। সন্দেহ নেই সেই লড়াইটা কঠিনই হবে। তবে স্বস্তি হয়ে আসতে পারে বৃষ্টি। রোববারও বেশ কিছু ওভার বৃষ্টির কারণে খেলা হয়নি।
চলুন দেখে নেই পচেফস্ট্রুম টেস্টে চতুর্থ দিন শেষে স্কোরকার্ড।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৪৬ ওভারে ৪৯৬/৩ ইনিংস ঘোষণা (এলগার ১৯৯, মার্করাম ৯৭, আমলা ১৩৭, বাভুমা ৩১*, দু প্লেসি ২৬*; মুস্তাফিজ ১/৯৮, শফিউল ১/৭৪, মিরাজ ০/১৭৮, তাসকিন ০/৮৮, মাহমুদউল্লাহ ০/২৪, মুমিনুল ০/১৫, সাব্বির ০/১৫)।
২য় ইনিংসে ৫৬ ওভারে ২৪৭/৬ ডি. (মারক্রাম ১৫, এলগার ১৮, আমলা ২৮, বাভুমা ৭১, দু প্লেসি ৮১, ডি কক ৮, ফেলুকওয়ায়ো ৬*, মহারাজ ১৯*; মিরাজ ০/৬৯, শফিউল ১/৪৬, মুস্তাফিজ ২/৩০, তাসকিন ০/২৯, সাব্বির ০/২৫, মাহমুদউল্লাহ ০/২১, মুমিনুল ৩/২৭)
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৯.১ ওভারে ৩২০/১০ (মুমিনুল ৭৭, তামিম ৩৯, মাহমুদউল্লাহ ৬৬, সাব্বির ৩০, মিরাজ ৮, তাসকিন ১, শফিউল ২, মুস্তাফিজ ১০*; মর্কেল ২/৫১, রাবাদা ২/৮৪, মহারাজ ৩/৯২, অলিভিয়ের ১/৫২, ফেলুকওয়ায়ো ১/১৮, মার্করাম ০/১৩)।
২য় ইনিংস: ১৫.৩ ওভারে ৪৯/৩ (তামিম ০, ইমরুল ৩২, মুমিনুল ০, মুশফিক ১৬*; মর্কেল ২/১৯, রাবাদা ০/২৩, অলিভিয়ের ০/৫, মহারাজ ১/২)
Discussion about this post