চতুর্থ দিনে বৃষ্টি যেন আর্শিবাদ হয়ে এলো। দুইবার বৃষ্টি বাধা হয়ে দাঁড়াল। দিনের খেলা থেকে ৩০ ওভার কমে গেলেও স্বস্তিতে নেই বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার এড়াতেই সোমবার লড়তে হবে দলকে। ৪২৪ রানের বোঝা মাথায় রেখে ম্যাচ বাঁচাতে নেমে শূন্য রানেই দুই উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে। পচেফস্ট্রমের ৩ উইকেট হারিয়ে হোটেলে ফিরেন ক্রিকেটাররা। দিন শেষে ৩ উইকেটে ৪৯ রান।
সেনওয়েস পার্কে ১ম ইনিংসে ৩ উইকেটে ৪৯৬ রান তোলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে গত শনিবার টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনের শুরুতে ৩২০ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৭৬ রানে লিড পাওয়া দক্ষিণ আফ্রিকা রোববার ৬ উইকেটে ২৪৭ রান তোলে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে ৪২৪ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড়ায়। তারপর ৪র্থ দিন শেষে ২য় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৪৯ রান তুলেছে বাংলাদেশ।
সংগত হিসেবেই টেস্টের ড্রাইভিং সিটচে স্বাগতিকরা। তবে পুরো দিন ব্যাট করে ড্রয়ের পরিকল্পনা করতেই পারে বাংলাদেশ। স্বস্তির খবর সোমবারও আর্শিবাদ হয়ে আসতে পারে বৃষ্টি। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস তেমনটাই বলছে।
যেমনটা হয়েছে রোববার বিকেলে। ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন বিপাকে তখনই বৃষ্টিতে দিনের খেলা শেষ।একই সঙ্গে জানা গেল দলের সেরা বোলার মর্নে মর্কেল সাইড স্ট্রেইনের কারণে শেষ দিনে বোলিং করতে পারবেন না!
এখন দেখে-শুনে মুশফিকরা দিনটা শেষ করলেই ড্রয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়বে টাইগাররা। ড্রয়ের ভাবনাতেই আছে দল। শেষ দিনটা পার করতে পারবে তো বাংলাদেশ?
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৯৬/৩ ডি. ও ২য় ইনিংস: ২৪৭/৬ ডি.
বাংলাদেশ ১ম ইনিংস: ৩২০/১০ ও ২য় ইনিংস: ১৫.৩ ওভারে ৪৯/৩ (তামিম ০, ইমরুল ৩২, মুমিনুল ০, মুশফিক ১৬*; মর্কেল ২/১৯, রাবাদা ০/২৩, অলিভিয়ের ০/৫, মহারাজ ১/২)
Discussion about this post