অনেক দিন ধরেই তিন ফরম্যাটের ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সংগত কারণেই দেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপনও তিনিই। সেই সাকিবে এখন মুগ্ধ ইংল্যান্ডের সাকিব অধিনায়ক নাসের হোসেইন। বর্তমান বিশ্বে অল-রাউন্ডার হিসেবে সাকিবের পরই ধরা হয়ে থাকে বেন স্টেকস কিংবা হার্দিক পান্ডিয়াকে। কিন্তু ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জানালেন, সাকিব তাদের চেয়ে অনেক ভালো অলরাউন্ডার।
স্কাই স্পোর্টসে নাসের বলেন, ‘আমি সবার চেয়ে এগিয়ে রাখব সাকিবকে। সাদা বলে বেন স্টোকসের সম্ভাবনা আছে, কিন্তু এই মুহূর্তে সাকিব সেরা। তবে আমার মনে হয়, ভবিষ্যতে সাদা বলের ক্রিকেটে সেরা অলরাউন্ডারের লড়াইয়ে স্টোকস চ্যালেঞ্জিং হয়ে উঠবে।’
আইসিসির রেংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় বেন স্টোকসের অবস্থান ৬। টেস্ট চতুর্থ। তবে টি-টুয়েন্টির সেরা দশে তার নাম নেই। এখন অলরাউন্ডারের আলোচনায় রয়েছেন হার্দিক পান্ডিয়া। সাকিবের পরবর্তী যুগে স্টোকস আর পাণ্ডিয়ার মাঝে সেরার লড়াই হবে বলে মনে করেন নাসের। ‘পাণ্ডিয়ার ক্ষেত্রেও আমি একই কথা বলব। আপনি যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার পারফরম্যান্স দেখেন, ভারত ৮৭ রানে ৫ উইকেট হারানোর পর ওই পজিশন থেকে মহেন্দ্র সিং ধোনির (৭৯) সঙ্গে চমৎকার ব্যাটিংয়ে দলকে ম্যাচে ফেরায়। এটা ছিল অসাধারণ এক ইনিংস।’
টানা ক্রিকেটে ক্লান্ত সাকিব এখন ছুটিতে। দক্ষিণ আফ্রিকায় টাইগারদের হয়ে টেস্ট খেলবেন না তিনি। ব্যাপারটি ইতিবাচকভাবেই দেখছেন নাসের। জানালেন, আমি জানি সাকিব টেস্ট ক্রিকেট থেকে ৩ মাসের বিশ্রাম নিয়েছে। উপমহাদেশের কন্ডিশনে সে একজন যথার্থ অল-রাউন্ডার। লম্বা সময় ধরে সেটা প্রমাণ করে আসছে ও। সামনে আরও ভালো করতেই বিশ্রাম চেয়ে নিয়েছে। এটা ওর প্রাপ্য।’
Discussion about this post