আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজের প্রথম টেস্ট। তার আগে শুক্রবার স্বাগতিকরা ঘোষণা করল তাদের দল। ক্রিকেট সাউথ আফ্রিকার ১৩ সদস্যের ঘোষিত এই দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন ওপেনিং ব্যাটসম্যান এইডান মার্করাম। একই ডাক পেয়েছেন বোলার ওয়েন পারনেল।
এদিকে ইনজুরির কারণে ভারনন ফিল্যান্ডার, ক্রিস মরিস ও ডেল স্টেইন বাদ পড়ায় দলে ঢুকেছেন পারনেল। ঘরোয়া মৌসুমে দুর্দান্ত খেলে উঠে এসেছেন মার্করাম। ২০১৬-১৭ মৌসুমে ঘরোয়া লিগে চমক দেখিয়েছেন তিনি। ওয়ানডে কাপে হয়েছেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। দুই সেঞ্চুরির পাশাপাশি করেন ৫০৮ রান। প্রথম শ্রেণির প্রতিযোগিতা সানফোইল সিরিজেও দুর্দান্ত ব্যাট করেন। ৫১.৩৬ গড়ে রান ৫৬৫।
৯ বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্ট ম্যাচ খেলবে।
দক্ষিণ আফ্রিকা দল
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিওনিস ডি ব্রায়েন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, মর্নে মরকেল, দুয়ানে ওলিভার, ওয়েন পারনেল, আনদিলে ফেলুকায়ু ও কাগিসো রাবাদা।
Discussion about this post