দক্ষিণ আফ্রিকা পৌঁছেই একদিন বিশ্রামে থেকে অনুশীলন শুরু করে দেয় বাংলাদেশ ক্রিকেট দল। এবার শুরু হচ্ছে মাঠের লড়াই। টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা বোর্ড আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামছেন মুশফিকুর রহিমরা। সাহারা পার্ক উইলোমুরে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।
স্বাগতিকদের ১২ সদস্যের দলে নেই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা কোনো ক্রিকেটার। তারপরও ম্যাচটি হালকাভাবে নিচ্ছে না টাইগাররা। টেস্ট সিরিজের আগে এ ম্যাচ থেকে ভালো কিছু নিতে চায় দল।
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়া সবাই চলে গেলেও এখনও দেশে আছেন পেসার রুবেল হোসেন। প্রোটিয়া ইমিগ্রেশন থেকে নিরাপত্তা-সংক্রান্ত ছাড়পত্র না আসায় এ সমস্যায় পড়েন তিনি। যে কারণে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ডানহাতি এ পেসারকে পাচ্ছে না বাংলাদেশ। মূল সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারেন রুবেল।
পচেফস্ট্রমে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। ব্লুমফন্টেইনে দ্বিতীয় ও শেষ টেস্ট ৬ অক্টোবর থেকে। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিস রায় ও মুমিনুল হক।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি-
তিনদিনের প্রস্তুতি ম্যাচ: ২১-২৩ সেপ্টেম্বর, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা একাদশ।
টেস্ট সিরিজ-
প্রথম টেস্টঃ ২৮ সেপ্টেম্বর-২ অক্টোবর।
দ্বিতীয় টেস্টঃ ৬-১০ অক্টোবর।
ওয়ানডে সিরিজ-
প্রস্তুতি ম্যাচঃ ১২ অক্টোবর, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা একাদশ।
প্রথম ওয়ানডেঃ ১৫ অক্টোবর।
দ্বিতীয় ওয়ানডেঃ ১৮ অক্টোবর।
তৃতীয় ওয়ানডেঃ ২২ অক্টোবর।
টি-টুয়েন্টি সিরিজ-
প্রথম টি-টুয়েন্টিঃ ২৬ অক্টোবর।
দ্বিতীয় টি-টুয়েন্টিঃ ২৯ অক্টোবর।
Discussion about this post