স্পিন দিয়েই বাংলাদেশকে চট্টগ্রাম টেস্টে বিপাকে ফেলল অস্ট্রেলিয়া। আরেকটু সরাসরি বলা যায় নায়ান লায়ন যেন একাই শেষ করে দিলেন টাইগারদের সিরিজ জয়ের স্বপ্ন। মিরপুরের পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও বল হাতে তার ঘূর্ণি যাদু! চট্টগ্রাম টেস্টে একাই তুলে নিয়েছেন ১০ উইকেট। এরই মধ্য দিয়ে লায়ন গড়লেন অনন্য এক রেকর্ড। ভাঙলেন ১৩০ বছরের পুরোনো একটি রেকর্ড! অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে তিনিই সবচেয়ে সফল অফ স্পিনার।
বৃহস্পতিবার টেস্টের চতুর্থ দিনে চা বিরতির পরই তার শিকার সংখ্যা ২২ ছুঁয়েছে। দুই টেস্টের সিরিজে অস্ট্রেলীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ১৮ উইকেট নেওয়ার রেকর্ড এত দিন ছিল জেজে ফেরিসের। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলের হয়েই টেস্ট খেলেছিলেন বাঁহাতি এই পেসার। ১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে ২ ম্যাচের অ্যাশেজ সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক হয়। সেই সিরিজে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ১৮ উইকেট নেন ফেরিস। এবার ১৩০ বছর আগের সেই রেকর্ড রেকর্ড নিজের করে নিলেন লায়ন।
চট্টগ্রামে বাংলাদেশের প্রথম ইনিংসে ৭ উইকেট নেন লায়ন। দ্বিতীয় ইনিংসে এ পর্যন্ত নিয়েছেন ৬ উইকেট। শেষ উইকেটটি ছিল সাকিবের। সব মিলিয়ে মোট ১৩ উইকেট নেন চট্টগ্রামে। দুই টেস্টের সিরিজে অস্ট্রেলীয় বোলারদের মধ্যে লায়ন সর্বোচ্চ উইকেট শিকারি।
এর আগে ঢাকা টেস্টে ৯ উইকেট নেন লায়ন। চট্টগ্রাম টেস্টে এখন পর্যন্ত তাঁর শিকার ১৩ উইকেট। মোট উইকেট ২২ উইকেট। দুই ম্যাচের সিরিজের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। বাঁহাতি স্পিনার ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে নেন ২৩ উইকেট।
দুই টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী অজি বোলার
বোলার উইকেট বছর প্রতিপক্ষ
নাথান লায়ন ২২ উইকেট, ২০১৭ সাল, বাংলাদেশ
জে.জে. পেরিস ১৮ উইকেট, ১৮৮৭ সাল, ইংল্যান্ড
শার্লি টার্ণার ১৭ উইকেট, ১৮৮৭ সাল, ইংল্যান্ড
স্টুয়ার্ট ম্যাকগিল ১৭ উইকেট, বাংলাদেশ, ২০০৩
ব্রেট লি ১৬ উইকেট, শ্রীলঙ্কা, ২০০৭
Discussion about this post