ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে এখনো নিজেকে খুঁজে পাননি মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু বল হাতে ঠিকই যাদু দেখালেন তিনি। বৃহস্পতিবার নিলেন ৩ উইকেট। তারপরও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে হেরে গেছে জ্যামাইকা তালাওয়াহস। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে মাহমুদউল্লাহর দুর্দান্ত বোলিংয়ের পরও তার দল হারল ৫ উইকেটে।
সিপিএলের এই ম্যাচে ২০ ওভারে জ্যামাইকা ৮ উইকেট হারিয়ে করে ১৬৮ রান। ৩৮ বলে ৫৭ রানে অপরাজিত ছিলেন কুমার সাঙ্গাকারা। ২৫ বলে লেন্ডল সিমন্সের রান ৩৪। আর ৩ বলে ৩ করে আউট হয়ে যান মাহমুদউল্লাহ। গায়ানার আফগান ক্রিকেটার রশিদ খান নিয়েছেন ৩ উইকেট।
এরপর বল হাতে নিয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন রিয়াদ। এবারের সিপিএলে প্রথম ম্যাচে ১ রানে অপরাজিত ছিলেন তিনি। তারপর দ্বিতীয় ম্যাচে করেন ৬। তৃতীয় ম্যাচে নামতে পারেন নি। চতুর্থ ম্যাচে ১ রান। আর পঞ্চম ম্যাচে করেন ৩ রান।
সংক্ষিপ্ত স্কোর-
জ্যামাইকা তালাওয়াহস: ১৬৮/৮ (২০ ওভার)
(সাঙ্গাকারা ৫৭, সিমন্স ৩৪, রশিদ ৩/৩২, জ্যাকবস ২/৩৩)
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৬৯/৫ (১৭.৫ ওভার)
(রোচি ৭০, ওয়ালটন ৩৯, রিয়াদ ৩/২৫)
ফল: গায়ানা অ্যামাজন ৫ উইকেটে জয়ী
Discussion about this post