তার সেই কাটার যেমন নেই, নেই বোলিংয়ের ঝাঁজও! অনেকটাই সাদামাটা বোলার হয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। অস্ত্রোপচারের ধাক্কা সামলে উঠার কিছুতেই চেনা ছন্দে ফিরতে পারছেন না দ্য ফিজ। তবে দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই পুরনো মুস্তাফিজকে দেখার অপেক্ষায় ভক্তরা। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গেল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর মাঠে ঘাম ঝরানো অনুশীলন করছেন টাইগারা। সেখানে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আলাদা করে সময দিলেন মুস্তাফিজকে।
কাটার মাস্টারকে আলাদা করেই সময় দিচ্ছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। কোচ তার শিষ্যের ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন। আবার মুস্তাফিজও বাধ্য ছাত্রের মত গুরুর সকল নির্দেশ মেনে নেটে চেস্টা করছেন। যে করেই হোক অজিদের বিপক্ষে নিজেকে যেন খুঁজে পেতেই হবে!
সেই ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় বাঁ-হাতি পেসার মুস্তাফিজের। এরপর খেলেছন ৪টি টেস্ট ম্যাচ। নিয়েছেন ১২টি। আসছে ২৭ আগষ্ট থেকে শুরু নতুন মিশন। মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ঈদের পর, ৪ সেপ্টেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
Discussion about this post