ঢাকার ক্লাব পর্যায়ের সুদীর্ঘ নিয়মের ব্যত্যয় ঘটিয়ে প্রথমবারের মতো লটারি ও রোটেশন সিস্টেমের দলবদল হচ্ছে রোববার। যাতে ক্রিকেটার বেচাকেনা হবে নিলামে। রেকর্ড চারবার সূচি বদলের পর আজ এ দলবদল হচ্ছে। হোটেল রূপসী বাংলায় দুপুর ৩টায় শুরু হবে নিলাম। মোট সাত ক্যাটাগরিতে ১৮৯ জন ক্রিকেটার কেনাবেচা হবে।
এর মধ্যে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে (সর্বোচ্চ মূল্য ২২ লাখ) আছেন চারজন। ‘এ’ ক্যাটাগরিতে ১২ জন (১৫ লাখ)। ‘বি’ প্লাস ক্যাটাগরিতে (১০ লাখ) ২৪। ‘বি’ ক্যাটাগরিতে (৮ লাখ ) ৩৬ জন। ‘সি’ ক্যাটাগরিতে ২৪ (৫ লাখ)। ‘ডি’ ক্যাটাগরিতে (আড়াই লাখ) ৩৬ আর ‘ই’ ক্যাটাগরিতে (১ লাখ টাকা) ৫৩ জন।
পুরোপুরি না হলেও নিলাম প্রক্রিয়াটি অনেকটাই বিপিএলের মতো। নিলামের প্রধান কমিশনার মাহবুবুল আনাম ইতোমধ্যেই এক দফা ক্লাবগুলোকে ব্রিফ করেছেন। তিনি জানিয়েছেন, যে ক্লাবের যত শীর্ষ কর্তাই হোন না কেন, বোর্ড সদস্য এবং সিসিডিএমের গুরুত্বপূর্ণ পদে থাকা কেউ নিলামে অংশ নিতে পারবেন না। ক্রিকেটাররা যাতে বঞ্চিত ও অবমূল্যায়িত না হয় সে কারণে কিছু বাধ্যতামূলক ব্যবস্থার সঙ্গে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। যেমন কেউ কোনো ক্যাটাগরির ক্রিকেটার নিতে না চাইলেও পারবে।
ক্যাটাগরি ভেদে কিছু বিকল্প ব্যবস্থাও থাকবে। যেমন ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের নিলামের আগে ১২ ক্লাবকে জানিয়ে দেওয়া হবে কে কে লটারিতে অংশ নিতে চায়? অর্থাৎ কোনো ক্লাব ইচ্ছে করলে বিরত থাকতে পারবে। এর বাইরে বাকি ছয় ক্যাটাগরির ক্রিকেটার কেনাবেচায়ও থাকবে বিকল্প ব্যবস্থা।
কোনো নির্দিষ্ট ক্যাটাগরি ভেদে নয়, ‘এ’ থেকে ‘ডি’ ক্যাটাগরির ১৩২ ক্রিকেটারের মধ্যে সব দলকে বাধ্যতামূলক ১১ জন করে ক্রিকেটার নিতে হবে। ‘ই’ ক্যাটাগরির অন্তত একজনকে নিতে হবে। আর সর্বোচ্চ নেওয়া যাবে চারজন।
‘এ’ প্লাস ক্যাটাগরি (২২ লাখ)
মুশফিকুর রহিম
সাকিব আল হাসান
তামিম ইকবাল
নাসির হোসেন
‘এ’ ক্যাটাগরি (১৫ লাখ)
আবদুর রাজ্জাক
এনামুল হক বিজয়
মাশরাফি বিন মর্তুজা
মাহমুদউল্লাহ
ইমরুল কায়েস
জহুরুল ইসলাম
নাঈম ইসলাম
মমিনুল হক
শামসুর রহমান শুভ
শাহরিয়ার নাফীস
সোহাগ গাজী
জিয়াউর রহমান
‘বি’ প্লাস ক্যাটাগরি (টাকা ১০ লাখ)
অলক কাপালি
এনামুল হক জুনিয়র
ইলিয়াস সানি
আসিফ আহমেদ
জুনায়েদ সিদ্দিকী
মেহরাব হোসেন জুনিয়র
রকিবুল হাসান
রবিউল ইসলাম শিবলু
আলাউদ্দিন বাবু
আরাফাত সানি
ধীমান ঘোষ
ফরহাদ হোসেন
ফরহাদ রেজা
ফয়সাল হোসেন
রাজিন সালেহ
মিঠুন আলী
সাব্বির রহমান
রুবেল হোসেন
শাহাদাত হোসেন রাজীব
শফিউল ইসলাম
সাকলাইন সজীব
সোহরাওয়ার্দী শুভ
নাজিমউদ্দিন
‘বি’ ক্যাটাগরি (৮ লাখ)
তাইজুল ইসলাম
মাহমুদুল হাসান
মুকতার আলী
নাজমুল হোসেন
নাদিফ চৌধুরী
সানজামুল ইসলাম
শুভগত হোম চৌধুরী
তুষার ইমরান
আরিফুল হক
ডলার মাহমুদ
কাজী নুরুল হাসান
মাইশুকুর
নাবিল সামাদ
রনি তালুকদার
সাগীর হোসেন পাভেল
সৈয়দ রাসেল
সৌম্য সরকার
সৈকত আলী
নূর হোসেন
আফতাব
মো. শরীফ
নাফিস ইকবাল
সাজেদুল ইসলাম
তাপস বৈশ্য
ইমতিয়াজ তান্না
তারেক আজিজ
লিটন কুমার
আরাফাত সালাউদ্দিন
তানভির হায়দার
মিজানুর রহমান
তাপস ঘোষ
দেলোয়ার হোসেন
আল আমিন
তাসাম্মুল
নাজমুল হোসেন মিলন
Discussion about this post