তার ক্রিকেট ক্যারিয়ারের যেন নবজন্ম হয়েছে। ব্যাট হাতে দুর্দান্ত শোয়েব মালিক। বিশেষ করে সংক্ষিপ্ত সংস্করনের ক্রিকেটে পাকিস্তান ক্রিকেট দলের নির্ভর যোগ্য এক ক্রিকেটার তিনি। এই অলরাউন্ডার এবার ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত এক মাইলফলক ছুঁয়েছেন। টি-টুয়েন্টির ঘরোয়া ও আন্তর্জাতিক আসর মিলিয়ে এশিয়ার বাকি সব ব্যাটসম্যানকে পেছনে ফেলে গড়লেন সর্বোচ্চ রানের রেকর্ড। এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭০০০ রানের মাইলফলক পেরিয়ে গেছেন শোয়েব মালিক।
এইতো গেল শনিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে বার্বাডোজ ট্রাইডেন্টসের শোয়েব করেন ৫১ রান। এই ইনিংস খেলার পথে ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান গড়েন ইর্ষনীয় সেই রেকর্ড।
এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭০০০ রানের মাইলফলক গড়েন তিনি। টি-টুয়েন্টিতে সবার চেয়ে এগিয়ে থাকা ক্রিস গেইলের ১০ হাজারের বেশি রান রয়েছে। দারুণ দাপটে এগিয়ে যাচ্ছেন ক্যারিবিয় এই ব্যাটিং জিনিয়াস।
তবে কম যাচ্ছেন না শোয়েব। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে নিয়ে সংসারটাও সুখের তার। মধ্যপ্রাচ্যের শহর দুবাইয়ে অনেক দিন হল সংসার পেতেছেন তারা। দু’জনই এখন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত।
Discussion about this post