হারানো রাজত্ব সপ্তাহ না ঘুরতেই ফিরে পেলেন সাকিব আল হাসান। রবিন্দ্র জাদেজার কাছে টেস্ট অলরাউন্ডার শীর্ষ আসনটি হারিয়েছিলেন তিনি। কিন্তু ফের আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফর্ম করে টেস্টে অলরাউন্ডারদের শীর্ষে উঠেন ভারতীয় তারকা জাদেজা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মঙ্গলবার ফের নতুন র্যাঙ্কিং ঘোষণা করেছে ক্রিকেটের সবোর্চ্চ সংস্থা। এখানেই নিজের হারানো রাজত্ব ফিরে পেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। জাদেজাকে দুইয়ে পাঠিয়ে নাম্বার ওয়ান সাকিব।
যদিও শীর্ষস্থান ফিরে পেতে কিছুই করতে হয়নি সাকিবকে।সাকিবকে সাহায্য করেছেন খোদ জাদেজা। নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলতে পারেননি ভারতীয় এ অলরাউন্ডার। আর এতে নিজের রেটিং পয়েন্ট ৪৩৮ থেকে নেমে গেছে ৪৩০ এ। অন্যদিকে সাকিবের পয়েন্ট রয়েছে আগের জায়গাতেই। তার রেটিং পয়েন্ট ৪৩১।
শীর্ষস্থানে পরিবর্তন ছাড়া অলরাউন্ডার তালিকায় আর তেমন কোনো পরিবর্তন ঘটেনি। আগের জায়গাতেই আছেন সবাই।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে রয়েছেন ভারতের ব্যাটসম্যান লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। পাল্লেকেলে টেস্টে ব্যাট হাতে রেকর্ড করা রাহুল দুই ধাপ এগিয়ে ৯ নম্বরে রয়েছেন। একই টেস্টে সেঞ্চুরি করা শেখর ধাওয়ান ১০ ধাপ এগিয়ে ২৮ এ উঠে এসেছেন। অজিঙ্কা রাহানে ৪ ধাপ নেমে এখন দশ নম্বরে।
পাল্লেকেলে টেস্টে না খেললেও বোলারদের শীর্ষে আছেন জাদেজা। অন্যদিকে দলীয় টেস্ট র্যাঙ্কিংয়ে নিজেদের শীর্ষস্থান আরো পোক্ত করেছে ভারত। তাদের পয়েন্ট ১২৫ আর দ্বিতীয়তে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১০।
Discussion about this post