প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে উল্টো ইনজুরিতে পড়লেন ডেভিড ওয়ার্নার। নিজেদের মধ্যকার সেই ম্যাচে ব্যাটিংয়ের সময় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন এই তারকা ব্যাটসম্যান। মঙ্গলবার প্রতিপক্ষের বোলার জোশ হ্যাজেলউডের লাফিয়ে উঠা বল হুক করতে গিয়ে চোট পেয়েছেন তিনি। হ্যাজেলউডের সেই বলটি ব্যাটে লাগাতে ব্যর্থ হন ওয়ার্নার। এরপরই বলটি আঘাত হানে তার ঘাঁড়ে। মূহুর্তেই মাঠে শুয়ে পড়েন অস্ট্রেলিয়ান সহ-অধিনায়ক। তবে আঘাতটা তেমন গুরুতর ছিল না। এরপর ডাক্তার রিচার্ড ‘শ মাঠে ছুটে এলেও কারো সাহায্য ছাড়াই মাঠ ছেড়েছেন। ড্রেসিংরুমে গিয়ে নিজেই চোটে বরফ লাগান।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে সিরিজকে সামনে রেখে ডারউইনে নিজেদের মধ্যে তিনদিনের প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। স্মিথ একাদশ ও ওয়ার্নার একাদশে ভাগ হয়ে খেলছে তারা।
প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ৪ রান করেন ওয়ার্নার। আহত হয়ে মাঠ ছাড়ার আগে দ্বিতীয় ইনিংসেও করেছেন ২ রান। পরে আর ক্রিজে নামেননি তিনি। বাংলাদেশ সফরের আগে ইনজুরিতে ওয়ার্নার।
প্রস্তুতি ম্যাচে মূল ব্যাটিং স্তম্ভ ওয়ার্নারের প্রস্তুতিটা ভালো না হলেও নিজেদের কাজ ঠিকই নিজেকে ঝালিয়ে নিয়েছেন ট্রাভিস হেড ও হিলটন কার্টরাইট। দ্বিতীয় দিনে ট্রাভিস পেয়েছেন শতরান। অলরাউন্ডার কার্টরাইট করেছেন ৮১ রান। এর আগে প্রথম দিনে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন পিটার হ্যান্ডসকম্ব।
১৮ আগস্ট বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে অজি দল। ২০০৬ সালের পর এবারই প্রথম টেস্ট খেলতে বাংলাদেশে আসছে তারা। ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচের পর আগামী ২৭ আগস্ট মিরপুরে মুশফিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ৪ সেপ্টেম্বর।
Discussion about this post