অল্পতেই রক্ষা পেয়ে গেলেন তামিম ইকবাল। যেভাবে দুভার্গ্য পিছু ধাওয়া করেছিল মনে হচ্ছিল বড় ধরনের দুর্ঘটনায় পড়বেন তামিম ইকবাল। কিন্তু ভাগ্য ভাল- পেটে চারটি সেলাইয়ে রক্ষা।
চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে ডেসিং রুমের দরজার কাঁচ ভেঙে পেট কেটে যাওয়ার সেই ধাক্কা সামলে উঠেছেন জাতীয় দলের এই ক্রিকেটার। শেরে বাংলার অনুশীলনে ফিরেছেন দেশসেরা এই ওপেনার।
সোমবার সকালে জিমে দেখা গেল তামিমকে। জিম করার ফাঁকে সতীর্থ মাশরাফি-মাহমুদউল্লাহদের সঙ্গে চুটিয়ে আড্ডা মারলেন চোট কাটিয়ে উঠা এই তারকা। স্বস্তির খবর বেশ নির্বিঘ্নে অনুশীলন করেছেন তিনি।
তার ইনজুরির সুত্রপাত চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে আউট হয়ে ড্রেসিংরুম ঢোকার জন্য কাচের দরজায় হাত দিয়ে ধাক্কা দেন তামিম। তারপর মুহুর্তেই সেই কাচ ভেঙ্গে যায়। ভারসাম্য না রাখতে পেরে তামিম পড়ে যান সেই কাচের ওপর। মাথায় হেলমেট আর পায়ে প্যাড থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচেন। তবে ভাঙা কাচের টুকরো পেটে ঢুকে রক্তারক্তি অবস্থা!
মিডিয়াকে এনিয়ে তামিম বলেন, ‘দরজাটা ধাক্কা দেওয়ার পরই কাচ ভেঙে আমার গায়ের ওপর পড়ে। মাটিতে পড়ে যাই আমি। আমার প্যাডগুলো দেখলে বুঝতে পারতেন কত ভয়ংকর ছিল সেটা। প্যাড না থাকলে এর চেয়েও খারাপ কিছুও হতে পারত।’ যাই হোক সেই ধাক্কা সামলে উঠলেন তামিম। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ফের প্রস্তুত হচ্ছেন তিনি। ১৮ আঘস্ট ঢাকা আসবে অজিরা। সফরে মুশফিকদের সঙ্গে দুটি টেস্ট খেলবে তারা।
Discussion about this post