টি-টুয়েন্টিতে এমনিতেই পাকিস্তানের রেকর্ড দারুণ। তার ওপর আবার প্রতিপক্ষ দুর্বল জিম্বাবুয়ে। অঘটনের কিছু ঘটেনি। সহজ ভঙ্গিতেই পাকিস্তান ২৫ রানের জয় দিয়ে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করল। শুক্রবার হারারেতে টসে জিতে জিম্বাবুয়ে ফিল্ডিং বেছে নেয়। পাকিস্তান শুরুটা একটু রয়ে-সয়ে করে। তবে ইনিংস শেষে ঠিকই স্কোরবোর্ডে তুলে নেয় ১৬১ রানের স্বাস্থ্যকর স্কোর। ওপেনার আহমেদ শেহজাদ ৫০ বলে ৭০ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। প্রথমবারের মতো টি-টুয়েন্টি খেলতে নামা শোয়েব মাকসুদ (২৩ বলে ২৬) ও অভিজ্ঞ শহিদ আফ্রিদির (১৬ বলে ২৩) ব্যাটে পাকিস্তান নিরাপদ স্কোরই গড়ে।
জিম্বাবুয়ে জবাব দিতে নেমে প্রথম উইকেট জুটিতেই যোগ করে ৫৩ রান। ১৩ ওভারের সময় জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৮০ রান। তবে রান রেটের বাধা পার করতে মেরে-কেটে খেলার দাবি মেটাতে পারেননি জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যান। হাতে তাই ৫ উইকেট অক্ষত থাকলেও জিম্বাবুয়ের ইনিংস থেমে যায় ১৩৬ রানে।
৫০ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭০ রানের সুবাদে ম্যাচসেরা হন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি আজ একই ভেন্যুতে।
সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান ১৬১/৫ (২০ ওভারে, আহমেদ শেহজাদ ৭০, মাকসুদ ২৬, আফ্রিদি ২৩, চাতারা ২/৩০)। জিম্বাবুয়ে ১৩৬/৫ (২০ ওভারে, সিবান্দা ৩১, টেইলর ৩২, আফ্রিদি ৩/২৫)।
ফল : পাকিস্তান ২৫ রানে জয়ী।
ম্যাচসেরা : আহমেদ শেহজাদ।
Discussion about this post