জাতীয় দলে খেলার এক বছর পূর্তি হয়েছে আগেই। সময়ের পথ ধরে হয়েছে এখন তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। অথচ সেই অভিজ্ঞ ক্রিকেটারটিই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন নি কোন টেস্ট। এবার সেই অপ্রাপ্তি দুর করতে চান মুশফিকুর রহীম। ৫৪টি টেস্টের পর অবশেষে সাদা পোশাকে অজিদের মুখোমুখি হওয়ার অপেক্ষায় তিনি।
অবশ্য বাংলাদেশও দলও দীর্ঘদিন অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে না। তাদের বিপক্ষে প্রায় ১১ বছর পর বাংলাদেশ টেস্ট খেলতে যাচ্ছে। দু’দলের মধ্যে সর্বশেষ টেস্ট ম্যাচ হয়েছিল ২০০৬ সালে। তখন মাঠে ছিলেন না মুশি। এবার সুযোগ এসেছে। তাইতো রোমাঞ্চিত তিনি। বললেন, ‘আমি অবশ্যই রোমাঞ্চিত যে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলব। সব দলের সঙ্গেই খেলা হয়েছে, শুধু অস্ট্রেলিয়াই বাকি ছিল। এবারের সুযোগটা অনেক বড়। শুধু আমার জন্য না, আমাদের দলের জন্যও। এখন যারা খেলছে, তাদের মধ্যে কেবল মাশরাফি ভাই খেলেছেন অনেক দিন আগে। সবাই জানে চ্যালেঞ্জটা অনেক কঠিন। কিন্তু আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা অস্ট্রেলিয়াকে কঠিন সময় দিতে পারব, যেটা ইংল্যান্ডকে দিতে পেরেছি।’
শুধু খেলার জন্য খেলা নয়, জয়েও চোখ থাকছে মুশফিকের। জানালেন, ‘সিরিজটা ভালোভাবে শেষ করতে পারলে এতদিন না খেলার আক্ষেপটা থাকবে না। মনেপ্রাণে চেষ্টা করতে চাই এবার। কারণ জানি না আবার কবে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার সুযোগ আসবে। ১২ বছরে অনেক কিছুই শিখেছি টেস্ট ক্রিকেটে। সবকিছু কাজে লাগিয়ে ফল আমাদের পক্ষে নিয়ে আসতে চেষ্টা করব।’
আগামী ১৮ আগষ্ট ঢাকা আসবে অজি ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের সঙ্গে দুটি টেস্ট খেলবে তারা। ২২ থেকে ২৩ আগস্ট ফতুল্লায় একটি দুইদিনের ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথম টেস্ট মিরপুরে ২৭ থেকে ৩১ আগস্ট। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ৪ থেকে ৮ সেপ্টেম্বর।
Discussion about this post