মাঠ আর মাঠের বাইরের দৃশ্যপট একেবারেই ভিন্ন। খেলার মাঠে কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। আবার ভক্তরাও কথার যুদ্ধে জড়িয়ে থাকেন সবসময়। কিন্তু মাঠের বাইরে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে মাশরাফি-মুশফিকদের সম্পর্কটা দারুণ বন্ধুত্বপূর্ণ। কিছুদিন আগেই ওয়ানডে অধিনায়ক খোদ মাশরাফি বিন মুতর্জাই এ দু’দেশের খেলোয়াড়দের মধ্যে এরকম সম্পর্কের কথা জানান। কলকাতায় ‘সেরা বাঙালি’র পুরস্কার নিতে গিয়ে বলা মাশরাফির এ মন্তব্যকে যেন আরো পোক্ত করে তুললেন সাব্বির রহমান রুম্মন।
প্রতিবেশী দেশের ক্রিকেটারদের সঙ্গে শুধু বন্ধুত্ব নয়, শ্রদ্ধার সম্পর্কও আছে, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে একটি ছবি পোস্ট করে সেটিই জানালেন সাব্বির। ভারতের হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ককে ‘কিংবদন্তি’ই বলছেন এ মারকুটে ব্যাটসম্যান। এ ডান হাতি ব্যাটসম্যান ছবিটির শিরোনাম দিলেন, ‘উইথ ওয়ার্ল্ড লিজেন্ড এমএস-৭’। এর সঙ্গে কিছু ইমো যোগ করে নিজের উচ্ছ্বাসটাকেও প্রকাশ করেছেন।
সন্দেহ নেই ধোনি কিংবদন্তি এক ক্রিকেটার। যিনি ভারতের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক। দেশকে ওয়ানডে ও টি-টুয়েন্টি-দুই সংস্করণেই বিশ্বকাপ জিতিয়েছেন তিনি।সঙ্গে জিতিয়েছেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। টেস্টে আইসিসির র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছেন দেশকে। এ কারণেই এই ক্রিকেটারকে ‘কিংবদন্তি’ বলে তাঁর প্রতি সম্মাননা জানালেন সাব্বির।
ফেসবুকে ধোনির সঙ্গে সাব্বিরের দেওয়া এ সেলফিতে এ রিপোর্ট লেখার সময় ৭৮ হাজারেরও বেশী ভক্ত-সমর্থক লাইক দিলেন। শেয়ার হয়েছে দুইশর বেশি।মন্ব্যও প্রায় হাজারের কাছাকাছি!
Discussion about this post