প্রত্যাবর্তনটা এরচেয়ে স্মরনীয় বুঝি আর হতেই পারতো না। টেস্ট দলে ফিরেই শিখর ধাওয়ানের ব্যাটে ১৯০ রানের ঝকঝকে এক ইনিংস। পাশাপাশি চেতেশ্বর পূজারা অপরাজিত ১৪৪। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিনে ড্রাইভিং সিটে ভারত। গল টেস্টে প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে করেছে ৩৯৯ রান।
ডাবল সেঞ্চুরি হাতছাড়া হলেও বুধবার দারুণ একটি রেকর্ড গড়েন ধাওয়ান। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক সেশনেই শতরানের বেশি করেন তিনি। টেস্টের দ্বিতীয় সেশনে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন বাঁহাতি ব্যাটসম্যানের দখলে।
লাঞ্চের সময় ধাওয়ানের ব্যাটে ছিল ৭৮ বলে ৬৪। লাঞ্চ আর চা-বিরতির মাঝের সেশনে করেন ৯০ বলে ১২৬ রান! রীতিমতো ঝড় তুলে ছাড়িয়ে যান পলি উমরিগরকে। সেই ১৯৬২ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭২ রানের অপরাজিত ইনিংসটির পথে তিনি করেন ১১০ রান। টেস্টের দ্বিতীয় সেশনে ভারতের হয়ে সেটিই বুধবারের আগে ছিল ব্যক্তিগত সর্বোচ্চ।
দ্বিতীয় সেশনে ধাওয়ানের চেয়ে বেশি রান করেছেন মাত্র তিন জন। ১৯৬৫ সালে ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে ২৭৮ রানের ইনিংসের পথে ইংল্যান্ডের ডেনিস কম্পটন এক সেশনে করেন ১৭৩ রান।১৯৩৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩৬ রানের ঐতিহাসিক সে ইনিংসের পথে ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড দ্বিতীয় সেশনে করেছিলেন ১৫০ রান।তারও আগে ১৯৩৮ অ্যাশেজের ট্রেন্ট ব্রিজ টেস্টে এ অস্ট্রেলিয়ান ২৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে দ্বিতীয় সেশনে করেন ১২৭ রান।
সেরা সেই ইনিংসের পাশে নিজেকে নিয়ে গেলেন এবার ধাওয়ান।
Discussion about this post