বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এগিয়ে এসেছে দু’দিন। সবকিছু ঠিক থাকলে আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টের পঞ্চম সংস্করন। তার দু’দিন আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। একইসঙ্গে এবারের বিপিএলে আসছে আরো কিছু পরিবর্তন। সেসব দেখে নিন এক নজরে-
দল ৮টি: বিপিএলে এবার একটি দলের সংখ্যা বেড়ে যাচ্ছে। গতবার ছিল ৭টি দল। এবার সেই পুরনো দল সিলেট ফিরছে, নতুন নামে। সুরমা সিক্সার্স। তারা এরইমধ্যে সিলেটকে ভেন্যু করতে আবেদন করেছে।
ক্রিকেটার ড্রাফট: সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বিপিএলের ক্রিকেটার ড্রাফট হবে। প্রতিটি দলকে কমপক্ষে ১৩ জন স্থানীয় ক্রিকেটারকে দলে নিতে হবে।
৮ আইকন: বিপিএলে আগের ৭ আইকন ছিলেন সাকিব, মাশরাফি, মাহমুদউল্লাহ, মুশফিক, সৌম্য, সাব্বির ও তামিম থাকছেন। দল বেড়েছে যোগ হচ্ছেন একজন। তিনি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
আইকনরা স্বাধীন: এবার আইকন ক্রিকেটাররা স্বাধীনই থাকছেন। তারা পছন্দ মতো নিজ নিজ দল বেছে নিতে পারবেন। এক্ষেত্রে নিজেরাই ঠিক করে নেবেন তাদের পারিশ্রমিক। এখানে নিজেদের মতো করে ফ্রাঞ্চাইজিদের সঙ্গে তারা দর কষাকষির সুযোগ পাবেন। যাতে থাকবে না বিপিএল গর্ভনিং কাউন্সিলের হস্তক্ষেপ। বলা দরকার গতবার সাকিবের পারিশ্রমিক ছিল ৫৫ লাখ টাকা। মাশরাফি, তামিম, মাহমুদউল্লাহ এবং মুশফিক পেয়েছেন ৫০ লাখ টাকা করে। সাব্বির ও সৌম্যর পারিশ্রমিক ছিল ৪০ লাখ টাকা করে।
বিদেশি ক্রিকেটার বাড়ছে: গতবার প্রতি একাদশে সর্বোচ্চ চারজন বিদেশি খেলার সুযোগ পেয়েছিল। এবার আরো একজন বিদেশি বাড়িয়ে বাড়ানো হল। মান সম্মত দেশী ক্রিকেটার নেই এমন অজুহাত এই সিদ্ধান্ত নিলেন আয়োজকরা। অথচ মানসম্মত বিদেশী খেলানো যাবে কীনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ক্রিকেটার ধরে রাখা: প্রতিটা দল আগের ক্রিকেটার ড্রাফট থেকে চারজন খেলোয়াড় রেখে দিতে পারবে। যার মানে একজন আইকন ছাড়া আরও তিনজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবেন তারা । বাকি দল হবে হবে খেলোয়াড় ড্রাফট ও বিদেশী রিক্রুট থেকে।
Discussion about this post