আশঙ্কটাই সত্য হল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রতি ম্যাচে এক দলে খেলতে পারবেন ৫ জন করে বিদেশি ক্রিকেটার। বিপিএল গভর্নিং কাউন্সিল সোমবার জানাল, প্রতিটি ম্যাচে একাদশে পাঁচজন করে বিদেশি খেলাতে পারবে। বাকি ৬ জন থাকবে দেশি ক্রিকেটার। যদিও আইপিএল, সিপিএল, পিএসএল থেকে শুরু করে সবগুলো ফ্রাঞ্জাইজি লিগেই চারজন করে বিদেশি ক্রিকেটার ও সাতজন করে দেশি ক্রিকেটার খেলানোর নিয়ম রয়েছে।
মানসম্পন্ন দেশি ক্রিকেটার নেই এ কারণ দেখিয়ে ৫ জন বিদেশি খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। কিন্তু প্রশ্ন উঠেছে বিপিএলে মানসম্মত বিদেশির ক্রিকেটারের দেখা মিলবে তো? সন্দেহ নেই এমন সিদ্ধান্তে দেশীয় অনেক ক্রিকেটারের কপাল পুড়ল।
এখানেই শেষ নয়, বিপিএলের পঞ্চম আসর শুরুর তারিখে পরিবর্তন করা হয়েছে। আগের ঘোষিত সূচি অনুযায়ী শুরুর তারিখ ছিল ৪ নভেম্বর। এবার ২ দিন এগিয়ে আনা হচ্ছে শুরুর তারিখ। ২ নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। বিপিএলের রঙীন উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩১ অক্টোবর।
আয়োজকরা জানালেন, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ আর দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টুয়েন্টি লিগের সময়ের সঙ্গে বিপিএলের সময়ের একটা সঙ্ঘাত দেখা দিয়েছে। এ কারণেই নাকি দুই এগিয়ে আনা হয়েছে। এবারের বিপিএলে অংশ নিচ্ছে ৮টি দল। নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে এবার যোগ হবে সিলেট।
Discussion about this post