আলোচনার টেবিলে বসলেও দুই পক্ষ অনড়। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তারই পথ ধরে আবারও ভেস্তে গেলো ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যে চলা সমঝোতার প্রক্রিয়া। সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এবং এসিএ’র প্রতিনিধি অ্যালিস্টার নিকলসনের মধ্যে চলা আলোচনা শেষে অশনি সঙ্কেত। শুক্রবারও কোন আলোর রেখা মিলল না! সব উদ্যোগ ভেস্তে যাওয়ায় পার্শ্ব প্রতিক্রিয়া পড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটেও। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আবারো কালো মেঘ। দুটি টেস্ট খেলতে ১৮ আগস্ট ঢাকা আসা কথা অজি ক্রিকেট দলের। সেই সফরটা পুরোপুরি শঙ্কায় পড়ে গেল!
শুক্রবারের সভা শেষে জানা গেল এসিএ এখনো ক্রিকেটারদের লভ্যাংশের ভাগাভাগির আগের শর্তে অটল। আবার সিএ নতুন প্রস্তাবিত মডেলের বাইরে বেশি ছাড় দিতে রাজি হচ্ছে না। তারই পথ ধরে অন্ধকারে অস্ট্রেলিয়ার ক্রিকেট। অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল দিয়ে সঙ্কটের শুরু। এবার কী তাহলে বাদ হচ্ছে তাদের বাংলাদেশ সফর?
ইএসপিএন-ক্রিকইনফো জানাল- বাংলাদেশ সফর নিয়ে এখন অস্ট্রেলিয়া থেকে মিশ্র খবর মিলছে। সফর বাতিলও হতে পারে—এমন একটি প্রস্তুতি নিয়ে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানাতে বলছে সিএ। যদিও এমন বার্তায় এখনো ঢাকার বিসিবি অফিসে আসেনি।
শঙ্কার খবর হল শিগগিরই সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা নেই। গত ১ জুলাই থেকে চুক্তি শেষ হয়ে যাওয়ায় বেকার হয়ে আছে অস্ট্রেলিয়ার ২৩০ জন ক্রিকেটার। দেশটির নারী ক্রিকেটাররাও বিশ্বকাপ শেষে চুক্তির বাইরে চলে গেলেন। সব মিলিয়ে আসলে ধ্বংসের পথেই যেন হাটছে অস্ট্রেলিয়ার ক্রিকেট!
Discussion about this post