গুঞ্জন তাহলে সত্য হচ্ছে? বাংলাদেশের বোলিং কোচ তাহলে হতে যাচ্ছেন চম্পকা রামানায়েকে। সেটাই যদি না হতো তবে কেন শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেবেন তিনি? শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তার বিকল্প খুঁজে নিতে দেরি করেনি। শুক্রবার নতুন বোলিং কোচ হিসেবে চামিন্দা ভাসকে নিয়োগ দিয়েছে তারা।
শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্বে গত দুই বছর বছর ধরেই ছিলেন চম্পাকা। তাকে বিশেষভাবে পছন্দ বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও একজন বোলিং কোচ হন্যে হয়ে খুঁজছে। দুই পক্ষের কথাও নাকি প্রায় পাকা।
এ কারণে লঙ্কান বোর্ড দেরি করল না। আপাতত ভাস দায়িত্ব পেয়েছেন ভারত সিরিজের জন্য। অবশ্য ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছিলেন লঙ্কান জাতীয় দলের বোলিং কোচ ছিলেন ভাস। তাকে সরিয়েই দ্বায়িত্ব দেয়া হয় চম্পকাকে।
আর চম্পাকা ২০০৮ সালের মার্চে বোলিং কোচ হিসেবে চম্পকাকে নিয়োগ দেয় বিসিবি। দুই বছরের মেয়াদে দারুণ কাজ করেন তিনি। পরে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়া বাংলাদেশ ছাড়তে হয় তাকে।
চম্পাকা যোগ দিলেন কোর্টনি ওয়ালশকে দেখা যাবে ‘মেন্টর’ এর ভূমিকায়। আর বোলারদের হাতে-কলমে শেখানোর কাজটি করবেন লঙ্কান সাবেক ক্রিকেটার। এদিকে বিসিবি একজন ব্যাটিং কোচও খুঁজছে।
Discussion about this post