সেই চেনা মুস্তাফিজের দেখা নেই। অস্ত্রোপচারের ধাক্কা সামলে বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেলেছেন কিন্তু কাটার মাস্টারের দেখা নেই! কেমন যেন সাদামাটা বোলার হয়ে উঠছেন তিনি। এনিয়ে অবশ্য উদিগ্ন হতে চাইছেন না ভক্ত আর ক্রিকেট কর্তারা। চোটের ধাক্কা সামলে ফেরার পথটা এতো সহজ নয়। এ অবস্থায় সময় চাই মুস্তাফিজুর রহমানের। এবার ঘরের মাঠে পরীক্ষা এই পেসারের। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই ঢাকায় আসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। সেখানে তার ম্যাজিক ফিরিয়ে আনতে বিশেষ মনোযোগ দিয়েছেন কোর্টনি ওয়ালশ।
মিরপুরের একাডেমি মাঠের ইনডোরের নেটে তাইতো মুস্তাফিজের সঙ্গে কোর্টনি ওয়ালশকে দেখা গেল। অনেকটা সময় দুজন কাটালেন। কাজ করলেন। অবশ্য গত কয়েকদিন ধরেই এই বাঁহাতি পেসারকে কাজ করে যাচ্ছেন ওয়ালশ। জানা গেছে আগামী কিছুদিনও মুস্তাফিজের প্রতি বিশেষ নজর থাকবে বোলিং কোচের।
এরমধ্যে ওয়ালশ মিডিয়াকে জানিয়েছেন-সবকিছুই ঠিকমতো চলছে। দ্য ফিজের উন্নতিটাও চোখে পড়ছে। বোলিং অ্যাকশনেও নানা পরীক্ষা চালিয়ে যাচ্ছেন দ্য ফিজ। কখনো বোলিং করেছেন স্টাম্প থেকে একটু দূরে আবার কখনো বা পরে স্টাম্পের কাছ থেকে! ডেলিভারির সময় হাত ও মাথার অবস্থান কোথায় থাকবে অার কাঁধ কতটুকু ঝুঁকবে তা স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছেন ওয়ালশ। রান আপ নিয়েও কাজ চলছে এই পেসারের।
বোলিংয়ে ধারহীন হয়ে উঠা মুস্তাফিজকে চেনা পথে ফিরিয়ে আনাই এখন লক্ষ্য। শুধু তাকে নয়, ওয়ালশ চোখ রাখছেন অন্য পেসারদের দিকেও। জানা গেল ১৫ জন পেসারকে নিয়ে তিনি করবেন পেস বোলিং ক্যাম্প। যা শিগগিরই শুরু হবে।
Discussion about this post