অল্পতেই রক্ষা পেয়েছেন সাকিব আল হাসান। পা মচকে যাওয়ার চোট সামলে নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের এই তারকা অলরাউন্ডার। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবারই সতীর্থদের সঙ্গে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে দেখা যাবে তাকে।
গত সপ্তাহে ইনজুরিতে পড়েন সাকিব। এজন্য ফিটনেস ক্যাম্পে যোগ দিতে পারেননি এ অলরাউন্ডার। বাংলাদেশদ দলের ফিজিও ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ান চট জলদি মাঠে দেখা যাবে সাকিবকে। দুই-তিন দিনের মধ্যে হালকা অনুশীলন করবেন। আর মঙ্গলবার থেকে সাইক্লিং করার কথা।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আসলেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য পুরোদমে অনুশীলন শুরু করবেন মাশরাফি-মুশফিকরা। অস্ট্রিলয়ার বিপক্ষে সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রস্তুত হচ্ছেন টাইগাররা। এরইমধ্যে নিজ উদ্যােগে ব্যাট ও বোলিং হাতে নেটে ঘাম ঝরাচ্ছেন বেশ কয়েকজন ক্রিকেটার।
এদিকে শুক্রবার বনানীর নিজ বাসার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে যায় সাকিবের। শনিবার খুড়িয়ে খুড়িয়ে মিরপুরের হোম অব ক্রিকেট যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। তারপর থেকেই আছেন বিশ্রামে।
Discussion about this post