জাতীয় দলের ক্রিকেটারদের ফিল্ডিং দুশ্চিন্তার আরেক নাম। অনেক ম্যাচেই ফিল্ডিং ব্যর্থতার মাশুল গুনতে হয়েছে টাইগারদের। এ কারণেই জন্টি রোডসের সঙ্গে চুক্তি করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির সঙ্গে এখনো চুক্তি করা হয়ে উঠেনি।
ক্রিকেটারদের ফিল্ডিংয়ে উন্নতি করতে তাকে নিয়োগ দেয়া যায়নি। মিরপুরের শেরেবাংলায় বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচের ব্যাপারে কথা বলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
ক্রিকেট ছাড়লেও ব্যস্ততা কমেনি জন্টি রোডসের। তাইতো সময় দিতে গরিমসি করছেন তিনি। আকরাম জানালেন, ‘জন্টি সময়ের জন্য কাজ করতে পারবেনা। ওর সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। যদি ও আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে তবে সেটি হবে কিছুদিনের জন্য। রোডস জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি, হাই পারফরম্যান্স এবং অন্য ক্রিকেটারদেরও নিয়েও কাজ করবে।’
এমনিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার আগে জন্টির সঙ্গে কথা বলেছেন বিসিবির কর্তারা। আকরাম জানালেন, ‘যদি ও আগ্রহ প্রকাশ করে তাহলে দুই থেকে তিন সপ্তাহের জন্য আসবে। ও তার অবসর সময় অনুযায়ী ঢাকায় আসবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটারকে পাওয়া যাওয়ার সম্ভাবনা নেই। আসছে আগষ্টে দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকা সফরে আসার কথা অজি ক্রিকেট দলের।
Discussion about this post