অন্ধকার আড়াল করে কিছুটা হলেও আলোর রেখা উঁকি দিচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। ধারণা করা হচ্ছে এবার এক টেবিলে বসবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা ও আন্দোলনরত খেলোয়াড়রা। কারণ এ অবস্থায় দৃশ্যপটে খোদ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তিনি দুই পক্ষকে সমঝোতায় আসার জন্য অনুরোধ করেছেন।
যুক্তরাজ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসে এই প্রসঙ্গে কথা বলেন তিনি। কারণ কিছুদিন পরই যে অ্যাশেজ! ম্যালকম টার্নবুল বলেন, ‘দেশের মানুষ তাদের ক্রিকেট দলকে সবসময় মাঠে দেখতে চায়। আমি অনুরোধ জানাচ্ছি দুই পক্ষই যেন দ্রুত এই সমস্যার সমাধান করে নেয়।‘ ক্রিকেট অস্ট্রেলিয়া একটি স্বাধীন প্রতিষ্ঠান বলেই এরচেয়ে বেশি হস্তক্ষেপের সুযোগ নেই দেশটির কর্নধারদের।
অবশ্য এই অচলাবস্থা শেষ করতে গিয়ে এখনো কোন সমঝোতায় পৌঁছতে পারেনি দুই পক্ষ। গত ৩০ জুন সিএ-র সঙ্গে নতুন আর্থিক চুক্তিতে সম্মত না হওয়ায় স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা বেকার হয়ে পড়েন। কমপক্ষে ২৩০ জন ক্রিকেটার চুক্তি শেষে বেকার হয়েছেন। বোর্ডের লভাংশের কিছু অংশ সব ক্রিকেটারদের মধ্যে ভাগাভাগি করে নেয়া নিয়ে তৈরি হয়েছে সমস্যা। ক্রিকেট অস্ট্রেলিয়া সবার সঙ্গে চুক্তি করতে চাইছে না।
আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।এ অবস্থায় সেই সফর নিয়ে দেখা দিশ শঙ্কা। কারণ চুক্তি না হলে ক্রিকেটাররা কোন সফরই করবে না। যদিও বেকার অজি ক্রিকেটাররা এখন আর্থিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন।
Discussion about this post