আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার বার্মিংহ্যামের এজবাস্টনে মুখোমুখি বাংলাদেশ-ভারত। সাম্প্রতিক সময়ে দারুণ উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে এই দ্বৈরথ অন্যরকম এক মাত্রা পেয়েছে। এখন চোখে চোখ রেখেই ভারতের সঙ্গে কথা বলে টাইগাররা। সর্বশেষ ওয়ানডে সিরিজে ২-১ এ জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার লড়বে দল।
১৯৮৮ সালের ২৭ অক্টোবর চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে উইলস এশিয়া কাপে সর্বপ্রথম ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিল।যেখানে বাংলাদেশ ৪৫ ওভারে ৮ উইকেটে ৯৯ রান তুলে। ২৬ ওভারে এক উইকেটে ১০০ রান করে ৯ উইকেটে জিতে ভারত। ১৯৮৮ সাল থেকে ২০১৭! সময় অনেক পাল্টেছে।
শক্তিশালী ভারতের সঙ্গে এ পর্যন্ত ৩২ বার সাক্ষাত হয়েছে বাংলাদেশের। যাতে অবম্য জয়ের পাল্লা ভারতের দিকেই বেশি। ২৬ বার বাংলাদেশকে হারিয়েছে তারা। বিপরীতে বাংলাদেশের জয় ৫ বার। বৃহস্পতিবার সেই ব্যবধানটা কমিয়ে আনতে লড়বে মাশরাফির বাংলাদেশ।
হেড টু হেড
দেশ ম্যাচ জয় হার পরি. সাফল্য%
বাংলাদেশ ৩২ ৫ ২৬ ১ ১৫.৬৩%
ভারত ৩২ ২৬ ৫ ১ ৮৪.৩৭%
Discussion about this post