ইতিহাস গড়ার তৃপ্তি আগেই ছুঁয়ে গেছে মাশরাফি-সাকিবদের। ইতিহাসে প্রথমবারের মতো তারা উঠেছে আইসিসির কোন টুর্নামেন্টের সেমিফাইনালে। কিন্তু এখানেই থেমে থাকতে রাজী নয় বাংলাদেশ ক্রিকেট দল। নতুন আরেক ইতিহাস গড়তে এজবাস্টনে বৃহস্পতিবার তারা মুখোমুখি ভারতের।
বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই সেমিফাইনাল।খেলা সরাসরি দেখাবে বিটিভি, মাছরাঙ্গা ও স্টার স্পোর্টস।
এই ম্যাচে জিতলেই যে টিম বাংলাদেশ ওঠে যাবে বৈশ্বিক এ টুর্নামেন্টের ফাইনালে। অবশ্য ভারতের সঙ্গে সর্বশেষ ওয়ানডে সিরিজে টাইগাররা জিতেছিল ২-১ ব্যবধানে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং না হলে হয়তো ম্যাচের ফল ভিন্ন হতে পারতো। তবে সেই ম্যাচে ভারতের কাছে হারলেও ঠিকই সমীহ আদায় করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
তারপর ২০১৬ সালে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে লড়াই করেই হেরেছিল টাইগাররা। একই বছর টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে অবিশ্বাস্যভাবে ১ রানের হারে দল। সব ভুলে আজ বিরাট কোহলির দলকে শক্ত চ্যালেঞ্জ জানাবে টাইগাররা।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৫ রানে করে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। যদিও বাজে বোলিংয়ে ফল নিজেদের অনুকুলে আসেনি মাশরাফিদের। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফের কথা বলে তামিমের ব্যাট। সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেরেন তিনি। ঐ ম্যাচে অবশ্য বৃষ্টির কল্যানে ১ পয়েন্ট পায় বাংলাদেশ। যা সেমিফাইনালের পথে কিছুটা এগিয়ে দেয়। তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের ২২৪ রানের রেকর্ড জুটিতে ৫ উইকেটে জিতে টাইগাররা। খুলে যায় সেমির দরজা।
সব মিলিয়ে আত্মবিশ্বাস নিয়েই এ ম্যাচে ভারতের সঙ্গে লড়বে দল। যদিও বাংলাদেশকে এক রকম চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, ‘প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা তাদের নিয়ে ভাবছি না। জয়ের জন্যই লড়বে আমরা।’
Discussion about this post