সপ্তাহ দুয়েক আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত ওয়ানডে র্যাংকিংয়ের ছয়ে উঠে বাংলাদেশ। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হার ফের সাতে নিয়ে যায় টাইগারদের।কিন্তু গত শুক্রবার সেই নিউজিল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কাকে টপকে র্যাংকিংয়ের ছয়ে উঠল মাশরাফি বিন মর্তুজার দল।
এখন আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশ ৯৫ পয়েন্ট নিয়ে রয়েছে ছয়ে। ৯৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে শ্রীলঙ্কা। আইসিসি র্যাংকিংয়ের আপডেট প্রকাশ করলেই অবশ্য বাংলাদেশ অফিসিয়ালি ছয়ে আসবে। সেই সঙ্গে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথ আরও প্রস্বস্ত হবে
আইসিসি ওয়ানডে র্যাংকিং-
অবস্থান দেশ রেটিং পয়েন্ট
১। দক্ষিণ আফ্রিকা- ১২০
২। অস্ট্রেলিয়া- ১১৮
৩। ভারত- ১১৬
৪। ইংল্যান্ড- ১১৩
৫। নিউজিল্যান্ড- ১১১
৬। বাংলাদেশ- ৯৫
৭। শ্রীলংকা- ৯৪
৮। পাকিস্তান- ৯০
৯। ওয়েস্ট ইন্ডিজ- ৭৯
১০। আফগানিস্তান- ৫২
১১। জিম্বাবুয়ে- ৪৬
১২। আয়ারল্যান্ড- ৪১
Discussion about this post