রীতিমতো অবিশ্বাস্য এক জয়। যেখানে ৩৩ রান তুলতেই শেষ ৪ উইকেট, সেখানে দাঁড়িয়ে রূপকথার জন্ম দিলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। তারা দু’জন গড়লেন ২২৪ রানের জুটি। এরই পথ ধরে রচিত হল এক মহাকাব্য। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতল ৫ উইকেটে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন জয়ের পর অভিনন্দনের বন্যায় ভাসছে টাইগাররা। সােবক তারকা ক্রিকেটাররা মেতেছেন বন্দনায়।
সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদী বাংলাদেশের জয়ে টুইটে লিখেছেন, ‘দারুণ লড়াই করে ফিরে এসেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ও সাকিবের জুটিটি ছিল অসাধারণ।’
অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন টুইটারে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে গত কয়েকদিনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের জন্য। কী অসাধারণ টুর্নামেন্ট।’
পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক লিখেছেন, ‘দুর্দান্ত জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন।’ শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা বাংলাদেশের পাশাপাশি সাকিব ও মাহমুদউল্লাহকেও প্রশংসায় ভাসিয়েছেন। টুইটে লিখেছেন, ‘অসাধারণ প্রচেষ্টা বাংলাদেশের। দারুণ ব্যাটিং করেছে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। দুর্দান্ত লড়াই ও কর্মশক্তির পরিচয় দিয়েছে তারা।’
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম লিখেছেন, ‘সাবাস বাংলাদেশ। কঠিন চাপে পড়েও সাহসিকতার সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে। দূর্ভাগ্য আমার দলের। এমনটা যেন আর না হয়।’
ভারতের ধারাভাষ্যকার হার্শা ভোগলে টাইগারদের প্রশংসা করে লিখেছেন, ‘স্বাগতিকরা যখন আগে ব্যাটিংয়ে এসেছিল ভেবেছিলাম আজ বাংলাদেশ শেষ। তাদের শুরুতেই কিছু উইকেটও পড়েছিল। কিন্তু কীভাবে যে তারা ফিরে আসলো!’
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি টুইটে লিখেছেন, ‘কি দারুণ লড়াই বাংলাদেশের। আরও কিছু ডিম পরলো মাইকেল ভনের মুখে।’
Discussion about this post