আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। লড়াইয়ে টিকে থাকতে হল জয় চাই! টুর্নামেন্টে দুই দলই একটি করে ম্যাচ শেষ করেছে, কিন্তু জয়ের দেখা পায়নি। ‘এ’ গ্রুপে বাংলাদেশ প্রথম ম্যাচে হেরে যায় স্বাগতিক ইংল্যান্ডের কাছে। অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। এই দুই দল মুখোমুখি হচ্ছে সোমবার।
সন্দেহ নেই কঠিন পরীক্ষায় পড়তে হবে টাইগারদের। নিজেদের প্রথম ম্যাচে তিনশর বেশি রান করেও ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারে মাশরাফির দল। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির উইকেটে বোলারদের জন্য তেমন কিছুই নেই। মুস্তাফিজুর রহমান-রুবেল হোসেনরা ম্যাজিক দেখাতে পারছেন না। উইকেটে ফায়দা নিচ্ছেন ব্যাটসম্যানরা।
তবে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন তামিম ইকবাল। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন এই ওপেনার। এদিকে মিডল অর্ডারে ভরসার প্রতীক মুশফিকুর রহীমের দিকে বিশেষ করে চেয়ে থাকবে বাংলাদেশ। সাকিব আল হাসান নিজেকে হারিয়ে খুঁজছেন। সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদরা নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছুর আশা করতেই পারে ভক্তরা।
অজিদের বিপক্ষে একটি পরিবর্তন হতে পারে স্কোয়াডে। মেহেদি হাসান মিরাজ অথবা তাসকিন আহমেদ যে কোনো একজন খেলতে পারে।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে টাইগারদের একটি জয়ের বিপরীদে অজিদের জয় ১৮টিতে। দুই দলের একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। তবে ২০১৫ সালে পাওয়া জয় অনুপ্রেরনার উৎস হতে পারে মাশরাফিদের। তাছাড়া এখন সেরাদের বিপক্ষে চোখ চোখ রেখে কথা বলছে টাইগাররা।
ওভালে অস্ট্রেলিয়া-বাংলাদেশের মধ্যকার ম্যাচটি সোমবার শুরু হবে বিকাল সাড়ে তিনটায়।
Discussion about this post