ড্র করলেই হাতে ধরা দিত লা লিগার ট্রফি। কিন্তু মালাগাকে হারিয়েই শিরোপা জয়ের আনন্দে মেতে উঠল রিয়াল মাদ্রিদ। রোববার রাতে ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমার গোলে মালাগার মাঠে জিতে লিগ জয়ের আনন্দে মাতে স্পেনের সবচেয়ে সফলতম ক্লাবটি।
লা লিগায় অবশ্য সাফল্য যেন সোনার হরিন হয়ে গিয়েছিল রিয়ালের। পাঁচ বছরের অপেক্ষা শেষে দেখা মিলল অারেকটি প্রথম শিরোপা। সব মিলিয়ে এটি ক্লাবের ইতিহাসে ৩৩তম লিগ ট্রফি।
২০১২ সালে সর্বশেষ লিগ চ্যাম্পিয়ন হয় রিয়াল। কয়েক বছর পর এমন জয়ে আনন্দে ভাসছেন কোচ জিনেদিন জিদান। বললেন, ‘এই সাফল্যে আমরা খুবই খুশি। বিশ্বের সবচেয়ে সুন্দর লিগগুলোর একটি জিতেছি। কোচ হিসেবে এখানে এর চেয়ে বড় কোনো পেশাদারী অর্জন নেই। এটা আমার জীবনের সবচেয়ে সুখের দিন।’
এবার মোট ৯৩ পয়েন্ট নিয়ে লিগ শেষ করছে মাদ্রিদের এই ক্লাবটি। এদিকে তাদের সঙ্গে বার্সেলোনা ছাড়াও আতলেতিকো মাদ্রিদ সরাসরি খেলবে আগামী চ্যাম্পিয়ন্স লিগে। অবনমন হল স্পোর্তিং গিজন, ওসাসুনা ও গ্রানাদার।
এদিকে পিচিচি ট্রফি ও ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন শু দুটো জিতলেন লিওনেল মেসি।
রোববার রাতে লা লিগার এই মৌসুমে নিজেদের শেষ ম্যাচে মেসির জোড়া গোলে এইবারকে ৪-২ গোলে হারায় বার্সেলোনা। ৩৭ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলাদাতা হলেন মেসি। আর এ নিয়ে চতুর্থবারের মতো পিচিচি ট্রফি জিতলেন তিনি। এর আগে জিতেছিলেন ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ মৌসুমে।
Discussion about this post