সেরা দল নিয়ে ম্যাচটা খেলছে না নিউজিল্যান্ড। দলে নেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। সেই মাঝারি শক্তির দলটির বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার নামছে পূর্ণ শক্তির দল বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে এদিন মাঠৈ থাকছেন অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা।
বাংলাদেশ সময় বিকাল ৩.৪৫ মিনিটে ডাবলিনে মুখোমুখি হবে দুই দেশ। ম্যাচটি দেখাবে বিটিভি, স্যাটালাইট চ্যানেল মাছরাঙ্গা ও চ্যানেল নাইন।
কিন্তু ভক্তদের জন্য দুঃসংবাদ- সিরিজের প্রথম ম্যাচের মতো বুধবারও খেলার পথে বাঁধা হতে পারে বৃষ্টি। স্থানীয় আবাহওয়া অফিস এমনই ইঙ্গিত দিয়েছে। মঙ্গলবারও ডাবলিনের আকাশ ঝেপে নেমেছিল ছিল বৃষ্টি। যে কারণে মাঠে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। ডাবলিনের ইনডোর জিমনেশিয়ামে নিজেদের দেখে নেন টাইগাররা। ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে ফিটনেস নিজে কাজ করেন। তখন ছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। ম্যাচে মাশরাফিসহ তিন পেসার নিয়েই খেলবে টিম বাংলাদেশ। অধিনায়ককে জায়গা দিতে দলের বাইরে চলে যেতে হবে তাসকিন আহমেদ অথবা রুবেল হোসেনকে।
গত ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর করে বাংলাদেশ। যেখানে ওয়ানডে-টেস্ট-টি-টুয়েন্টি কোনো সিরিজেই একটি ম্যাচও জিততে পারেননি মাশরাফিরা। ইতিহাস জানাচ্ছে- এ পর্যন্ত ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে ২৯টি ম্যাচে। যেখানে টাইগারদের ৮ জয়ের বিপরীদে নিউজিল্যান্ড জিতেছে ২০টি ম্যাচে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
২০১৩ সালের ৩ নভেম্বর ঘরের মাঠে কিউই বধরের সুখ স্ম্রতি আছে টাইগারদের। সেই ম্যাচ অনুপ্রেরনা দিচ্ছে দলকে। এই সিরিজে নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ রানে জিতেছে। আত্মবিশ্বাসটা তাদেরও অঅকাশ ছোঁয়া।
Discussion about this post