এরচেয়ে ভাল বিদায় বুঝি আর হতেই পারে না। দলকে জিতিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেন ইউনিস খান এবং মিসবাহ উল হক।পাকিস্তান ক্রিকেটের অক্সিজেন বলা হয় তাদের। ডোমিনিকায় তাদের বিদায়ী টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাটকীয় জয় পেল পাকিস্তান।
তৃতীয় ও শেষ টেস্টে ক্যারিবীয়েদর ১০১ রানে হারিয়ে মিসবাহ- ইউনুসকে জয় উপহার দিল দল। ওয়েস্ট ইন্ডিজে পাকিস্তানের এটিই প্রথম টেস্ট সিরিজ জয়। ২-১ ব্যবধানে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতল সফরকারীরা।
রোববার তৃতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ৯ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের ২৯৭ রান। সিরিজে ইয়াসির শাহর পাঁচ উইকেট শিকারে শেষ হাসি পাকিস্তানের।
জাতীয় দলকে বিদায় বললেও ক্রিকেট বিশ্ব মনে রাখবে মিসবাহ-ইউনিসকে। অসাধারণ কিছু কীর্তি আলাদা আসন দেবে তাদের।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ৩৭৬, ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৭
পাকিস্তান ২য় ইনিংস: ১৭৪/৮ ইনিংস ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৯৬ ওভারে ২০২ (ব্র্যাথওয়েট ৬, পাওয়েল ৪. হেটমায়ার ২৫, হোপ ১৭, চেইস ১০১*, ভিশাল ২, ডাওরিচ ২, হোল্ডার ২২, বিশু ৩, জোসেফ ৫, গ্যাব্রিয়েল ৪; আমির ১/২২, আব্বাস ১/৩১, ইয়াসির ৫/৯২, হাসান ৩/৩৩, আজহার ০/৩, শফিক ০/১৫)
ফল: পাকিস্তান ১০১ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী পাকিস্তান
ম্যাচসেরা: রোস্টন চেইস
সিরিজসেরা: ইয়াসির শাহ
Discussion about this post