প্রতিযোগিতা আকর্ষনীয় করে তুলতে অর্থের কোন বিকল্প নেই। সেই পথেই হেটেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১ জুন শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে উড়বে ডলার। রোববার এই টুর্নামেন্টের জন্য ৪.৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে ২.২ মিলিয়ন ডলার। রানার্স-আপ দলকে দেয়া হবে ১.১ মিলিয়ন ডলার।
বলা দরকার ২০১৩ আসরের চেয়ে এবার পুরস্কারের পরিমান পাঁচ লক্ষ ডলার বাড়াল আইসিসি।শুধু চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ দলই নয়, সেমিফাইনালে জায়গা করতে পারলেও বড় অংকের অর্থ পাবে দেশগুলো। সেই হিসেবে সংস্থাটির ওয়েব সাইটে দেখা যায়, সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দল দুটি পাবে সাড়ে চার লক্ষ মার্কিন ডলার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয় স্থান অধিকারী দল পাবে ৯০ হাজার মার্কিন ডলার। টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি ৫টি দেশ পাবে ৬০ হাজার ডলার। কোন ম্যাচ না জিতলেও ৬০ হাজার ডলার পাবে সেই দল।
Discussion about this post