তেমন লম্বা ক্যারিয়ার নয় তার। আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ২০১৪ সালে। কিন্তু এরইমধ্যে উত্থান-পতন সবই দেখা হয়েছে। বোলিং অ্যাকশন অবৈধ-এই কারণ দেখিয়ে আইসিসি নিষিদ্ধ করেছিল তাকে। সেই ধাক্কা সামলে উঠে অবশ্য ফিরেনও ক্রিকেটে। আর এখন তো দলের অপরিহার্য ক্রিকেটার। সেই তারুন্যের অহঙ্কার তাসকিন আহমেদের জন্মদিন আজ। ১৯৯৫ সালের এই দিনে ঢাকার মোহাম্মদপুরে জন্ম নেন তিনি।
২২ বছর বয়সে পা রাখলেন টাইগার ক্রিকেটের এই তারকা। এবারের জন্মদিন শ্রীলঙ্কাতেই উদযাপন করছেন তিনি।
শ্রীলঙ্কা সফরটা অবশ্য ভালই কাটছে তাসকিনের। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন তিনি। সব মিলিয়ে বল হাতে বেশ সফল।
২০১৪ সালের ১৭ জুন ভারতের বিপক্ষে অভিষেক তার। প্রথম ম্যাচেই ৮ ওভার বোলিং করে মাত্র ২৮ রানে ৫ উইকেট তুলে নেন এই পেসার। সেই বছর টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক তাসকিনের। ২০১৫ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলে ৬ ম্যাচে ৯ উইকেট নেন তিনি। ৪ টেস্ট খেলে শিকার ৭ উইকেট। ২৬ ওয়ানডেতে নিয়েছেন ৪১ উইকেট।
ক্রিকবিডি২৪ পরিবারের পক্ষে থেকে তাসকিনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থ ডে তাসকিন আহমেদ তাজিম।
Discussion about this post