আগের দিনই সাড়ে তিন ঘন্টার বাস ভ্রমণ শেষে ডাম্বুলা থেকে কলম্বো গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার তাইতো ছিল টাইগারদের জন্য ঐচ্ছিক অনুশীলন। যার ইচ্ছে সে ঘাম ঝরানো অনুশীলন করবে। এ অবস্থায় দলের চার সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মতুর্জা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্রামেই সময় কাটালেন।
কিন্তু একজন ঠিকই হাজির। তিনি মুশফিকুর রহীম। বরাবরের মতোই অনুশীলনে বেশ সিরিয়াস টাইগারদের সাদা পোশাকের অধিনায়ক। ঐচ্ছিক অনুশীলনে বৃহস্পতিবার দেখা গেল এই উইকেটকিপার ব্যাটসম্যানকে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচকে সামনে রেখে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মুশির সঙ্গে আরো কয়েকজন টাইগার ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলনে থাকলেন। তবে সিনিয়রদের মধ্যে শুধুই মুশফিক। স্থানীয় সাড়ে নয়টায় হাজির তিনি।
প্রথমে ব্যাট হাতে অনুশীলনে নানেম মুশফিক। তারপর উইকেটকিপিং অনুশীলনও করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারকেও দেখা গেল অনুশীলনে। সঙ্গে প্রথম দুই ওয়ানডে মাঠে না নামা রুবেল হোসেন, শুভাশিস রায়, সানজামুল, শুভাগত হোম, নুরুল হাসান সোহান ও ইমরুল কায়েস ঐচ্ছিক অনুশীলনে যোগ দেন।
শনিবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ১০ টায়। শ্রীলঙ্কা বিপক্ষে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আর প্রথম ম্যাচ ৯০ রানে অনায়াসে জিতে মাশরাফির দল।
Discussion about this post