এবার সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে জয়ই আত্নবিশ্বাস বাড়িয়ে দিয়েছে টাইগারদের। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ। বেলা তিনটায় সেই একই মাঠ, ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে মুখোমুখি দুই দেশ। জিতলেই সিরিজ মাশরাফি বিন মতুর্জাদের। সিরিজে টিকে থাকতে হলে জয় চাই শ্রীলঙ্কার।
জানা গেল এবার উইকেটে কিছুটা পরিবর্তন এনেছে স্বাগতিকরা। উইকেটে ঘাসের উইকেটে হবে এই ম্যাচ। তাইতো লঙ্কানরা দলে নিয়েছেন অভিজ্ঞ পেসার নুয়ান কুলাসেকারার সঙ্গে নুয়ান প্রদীপকে।
হিসেব মতে বাংলাদেশকেই ভাবা হচ্ছে ফেভারিট। প্রথম ওয়ানডেতে ৯০ রানের অনায়াস জয়ে খানিকটা এগিয়ে গেছে সফরকারীরা। রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের আগে অবশ্য সতর্ক হয়েই আছে টাইগাররা। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বললেন. ‘দেখুন এখনই সিরিজ নিয়ে ভাবা ঠিক হবে না। একটা ম্যাচ জিতলেই এখন শুনে ফেলি ৩-০, ৩-০। এটা খেলোয়াড়দের জন্য একটা বাড়তি চাপ। আমার মতে, এখান থেকে বাইরে থাকাই ভালো।’
অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশ প্রথমবার আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে যাবে। তবে ম্যাশ এমন ভাবনা মাথায় আনতে চাইছেন না। তার ভাবনায় শুধুই দ্বিতীয় ওয়ানডে। এটিতে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে চাইছেন সবাই।
বাংলাদেশ গত ম্যাচের জয়ী একাদশ নিয়েই খেলবে এই ম্যাচে। কেননা সেখানে প্রায় সবাই সাফল্য পেয়েছেন। তবে প্রয়োজনে উইনিং কম্বনেশন ভাঙ্গার ইঙ্গিতও আছে। উইকেট দেখে একাদশ ঠিক করা হবে।
Discussion about this post