কলম্বোর পি সারা ওভালে যেখানে শেষ করেছিল বাংলাদেশ সেখান থেকেই যেন শুরু করল ডাম্বুলায়। সেই একই মেজাজ। তার পথ ধরে হাওয়ায় উড়ল টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে একেবারে অনায়াসে ৯০ রানে উড়িয়ে দিল মাশরাফি বিস মর্তুজার দল।
শনিবার রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা ৫ উইকেটে ৩২৪ রান করে। জবাব দিতে নেমে ৪৬.১ ওভারে ২৩৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। পাত্তাই পায়নি স্বাগতিকরা।
দিবা-রাত্রির ম্যাচটা যেন ছিল তামিম ইকবালের। ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন তিনি। সঙ্গে সাব্বির রহমান ও সাকিব আল হাসান হাফসেঞ্চুরি তুলে নেন। দ্বিতীয় উইকেট জুটিতে সাব্বিরের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন তামিম। সাকিবকে নিয়ে চতুর্থ উইকেটে ১৪৪ রানের জুটি গড়েন।
তামিম ১৪২ বলে ১২৭ করে ফিরে যান সাজঘরে। সাব্বিরের ব্যাটে ৫৪। ৯ বলে ২৪ রান করেন মোসাদ্দেক। ৭১ বলে ৭২ রান করেন সাকিব।
জবাব দিতে নামা শ্রীলঙ্কাকে একটুও পাত্তা দেয়নি বাংলাদেশের বোলাররা। শুরুতেই চেপে ধরে। যে চাপ কাটিয়ে উঠা হয়নি। থিসারা পেরেরা শুধু করলেন ৫৫ রান। মুস্তাফিজ ৫৬ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন ওয়ানডে অভিষেক হওয়া মেহেদী হাসান মিরাজ ও মাশরাফি বিন মতুর্জা।
২৮ মার্চ ও ১ এপ্রিল সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ৩২৪/৫ (তামিম ১২৭, সৌম্য ১০, সাব্বির ৫৪, মুশফিক ১, সাকিব ৭২, মোসাদ্দেক ২৪*, মাহমুদউল্লাহ ১৩*; লাকমল ২/৪৫, কুমারা ১/৭৪, থিসারা ০/৬৩, পাথিরানা ০/২৭, সান্দাকান ১/৪৩, গুনারত্নে ১/৪০, গুনাথিলাকা ০/২২)
শ্রীলঙ্কা: ৪৫.১ ওভারে ২৩৪ (গুনাথিলাকা ০, থারাঙ্গা ১৯, মেন্ডিস ৪, চান্দিমাল ৫৯, গুনারত্নে ২৪, সিরিবর্ধনে ২২, পাথিরানা ৩১, থিসারা ৫৫, লাকমল ৮, সান্দাকান ৩, কুমারা ০*; মাশরাফি ২/৩৫, মিরাজ ২/৪৩, তাসকিন ১/৪১, সাকিব ১/৩৩, মুস্তাফিজ ৩/৫৬, মোসাদ্দেক ০/২১)
ফল: বাংলাদেশ ৯০ রানে জয়ী।
ম্যাচসেরা: তামিম ইকবাল
Discussion about this post