একদিন আগেই তার হাত ধরে নতুন এক ইতিহাস গড়েছে বাংলাদেশ। নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়েছে ৪ উইকেটে। সেই রেশ থাকতেই সোমবার জন্মদিনের অানন্দে ভাসলেন তামিম ইকবাল। ১৯৮৯ সালের ২০ মার্চ চট্টগ্রামের খান পরিবারে নেন তিনি। ২৮তম জন্মদিন এই টাইগার ক্রিকেটারের।
শততম টেস্টের সেরা ক্রিকেটার অবশ্য ছুটি নিয়ে কলম্বো থেকে উড়ে গেলেন মুম্বাই। জানা গেছে পরিবারের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে মুম্বাই গেছেন তামিম। আগে থেকেই ভারতের সেই শহরে রয়েছেন তামিমের স্ত্রী ও ছেলে।
২০০৭ সালে ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে অভিষেক তামিমের। ২০০৮ সালে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু। ৪৯টি টেস্ট ম্যাচ খেলে করেছেন ৩,৬৭৭ রান। সর্বোচ্চ স্কোর ২০৬। গড় ৩৯.৫৩। ১৬২ ওয়ানডেতে করেছেন ৫১২০ রান। সর্বোচ্চ ১৫৪ রান। ৫৫ টি-টুয়েন্টিতে রান সংখ্যা ১২০২। ব্যাক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১০৩।
তিন ফরম্যাটেই এখন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। সামনে পড়ে আছেন দীর্ঘ ক্যারিয়ার। তার আগে তামিমকে শুভ জন্মদিন।
Discussion about this post