সাকিব-মোসাদ্দেকরা যখন কলম্বোর পি সারা ওভালে ব্যাটে ঝড় তুললেন, তখন মিরপুরের হোম ক্রিকেটও শুক্রবার যেন জেগে উঠল। শুক্রবার ছুটির দিনে তারকাদের মিলনমেলার মধ্য দিয়ে হল ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনের দলবদল।
দলবদলে প্রথম দিনই চমক দেখাল লিজেন্ডস অব রূপগঞ্জ। জাতীয় দলের তিন ফরম্যাটের দুই অধিনায়ককে টেনে নিল সাবেক চ্যাম্পিয়নরা। মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহীমকে দলে নিয়ে শক্তিশালী দল গড়ার ইঙ্গিত দিল তারা।
তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ক্লাব।
এদিকে প্রাইম ব্যাংকে যোগ দিলেন সৌম্য সরকার, সাব্বির রহমান ও রুবেল হোসেন। শেখ জামালে ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান ও তানবীর হায়দার। গাজী গ্রুপ ক্রিকেটার্সে মুমিনুল হক, নাসির হোসেন ও শফিউল ইসলাম। মোহামেডানে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও শুভাশিস রায়।
প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে উঠা খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলবেন মোশাররফ হোসেন রুবেল। কোন দলে খেলবেন এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তাসকিন আহমেদের। পুলের ক্রিকেটার নেয়নি প্রাইম দোলেশ্বর, কলাবাগান ক্রীড়া চক্র, বাদ্রার্স ইউনিয়ন ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।
বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ) অফিসে দলবদলের কার্যক্রম হয়। শনিবার এই প্রক্রিয়া চলবে।
৭ এপ্রিল থেকে শুরু হবে এবারের প্রিমিয়ার লিগ।
Discussion about this post