তার বিদায় নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটের জন্য দুঃসংবাদ। তিন মোঘলের এক আধিপত্যের বিরুদ্ধেই ছিল তার অবস্থান। সেই শশাঙ্ক মনোহর সরে দাঁড়ালেন তার পদ থেকে। এইতো গত বছর আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।দুই বছর মেয়াদের এক বছর না যেতেই পদত্যাগ করলেন তিনি। জানালেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক এই সভাপতি সরে গেলেন।
তিন মোড়লের কর্তৃত্ব কমিয়ে তিনিই বিশ্ব ক্রিকেটের ভারসাম্য নিয়ে আসার লড়াই শুরু করেন। কাজ যখন ঘুছিয়ে আনছিলেন তখনই কীনা সরে গেলেন! হঠাৎ করেই আইসিসি চেয়ারম্যানের পদ ছাড়লেন তিনি।
আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে লিখেছেন, ‘আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আইসিসির নির্বাহী বোর্ড ও সদস্য বোর্ডগুলোর সম্পর্কিত সব বিষয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছি। এ বিষয়ে পরিচালকদের সমর্থনও পেয়েছি। ব্যক্তিগত কারণে এই গুরুদায়িত্ব পালন আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’
বিশ্ব ক্রিকেটে তিন মোড়ল নীতি বাতিল করে তিনি যে সংবিধানে সংশোধন করেছিলেন তার পুরো সমাধান অবশ্য এখনো হয়নি। তাইতো শঙ্কা জাগছে কে জানে আবারো বুঝি ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের সেই মাঠের বাইরের দাপট ফিরে আসে!
Discussion about this post